This Article is From Nov 04, 2019

৫৯৯ টাকার রিচার্জে দারুণ চমক এয়ারটেলের! জেনে নিন অভূতপূর্ব অফারের কথা

ভারতী আক্সা ও ভারতী এয়ারটেল (Bharti Airtel) এই ঘোষণা করেছে। সোমবারই লঞ্চ করা হল এয়ারটেলের এই নতুন প্রিপেড প্ল্যান।

৫৯৯ টাকার রিচার্জে দারুণ চমক এয়ারটেলের! জেনে নিন অভূতপূর্ব অফারের কথা

সোমবারই লঞ্চ করা হল এয়ারটেলের এই নতুন প্রিপেড প্ল্যান।

ভারতী এয়ারটেল (Bharti Airtel) তাদের গ্রাহকদের দিচ্ছে দারুণ অফার। ৫৯৯ টাকা (Airtel 599 Recharge) রিচার্জ করলে পাওয়া যাবে ৪ লক্ষ টাকার জীবনবিমা! ভারতী আক্সা (Bharti AXA) ও ভারতী এয়ারটেল এই ঘোষণা করেছে। সোমবারই লঞ্চ করা হল এয়ারটেলের এই নতুন প্রিপেড প্ল্যান। ৫৯৯ টাকা রিচার্জ করলে পাওয়া যাবে দৈনিক ২ জিবি ডেটা, যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড টকটাইম। এছাড়াও প্রতিদিন ১০০ এসএমএস করা যাবে। এরই সঙ্গে পাওয়া যাবে ভারতী আক্সার চার লক্ষ টাকার জীবনবিমা। ওই দুই সংস্থা একসঙ্গে জানিয়ে দিয়েছে, এই রিচার্জের বৈধতা ৮৪ দিনের। রিচার্জ করলেই তিন মাসের বিমা কভারেজ আপনা থেকেই পাওয়া যাবে।

১৮ থেকে ৫৪ বছরের গ্রাহকরা এই বিমার আওতায় আসবেন। এৱ জন্য কাগজপত্র বা মেডিক্যাল পরীক্ষার প্রয়োজন পড়বে না।

রিচার্জ করার পরই বিমাপত্রের ডিজিটাল সংস্করণ পেয়ে যাবেন গ্রাহকরা।

বিমার সুবিধা নিতে গেলে গ্রাহকদের কেবল রিচার্জ করার পর এসএমএস বা এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের সাহায্যে কিংবা এয়ারটেল রিটেইলারদের মাধ্যমে নিজের নামটি নথিভুক্ত করাতে হবে।

সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, দিল্লি সহ বেশ কয়েকটি রাজ্যে এই অফার দিচ্ছে এয়ারটেল। তারপর ধীরে ধীরে দেশের সব রাজ্যেই পাওয়া যাবে এয়ারটেলের এই অফার।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.