অভিষেকের মঙ্গল কামনায় ঐশ্বর্য (দেখুন ভিডিও)
নয়া দিল্লি: ৯ বছর আগের স্মৃতি ২০১৯-এও টাটকা। সাল ২০০৯। বিয়ের তৃতীয় বছর ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan)। শ্বশুর-শাশুড়ি-স্বামীকে নিয়ে ধুমধাম করে পালন করেছিলেন করবা চৌথ। স্বামীর দীর্ঘায়ু চেয়ে। আর পাঁচজন ভারতীয় নারীর মতোই। সেই ভিডিও বৃহস্পতিবারের সোশ্যাল কাঁপাচ্ছে। কারণ, ক্যালেন্ডারের পাতা বলছে, আজ করবা চৌথ ( Karwa Chauth)। ৯ বছর আগের সেই বিশেষ দিন কেমন ছিল ঐশ্বর্যের জীবনে দেখে নিন ভিডিও-য়---.
Karwa Chauth 2019: করবা চৌথে বিশেষ সাজ চাই? চোখ রাখুন তারকাদের স্পেশ্যাল সাজে
দেখুন সেই ভিডিও (Aishwarya Rai Bachchan Karwa Chauth Video)
ভিডিও বলছে, ২০১০-এর করবা চৌথের সন্ধেয় ছাদে বচ্চন পরিবার চাঁদের জন্য। চাঁদ সামনে আসতেই বউমা ঐশ্বর্যকে নিয়ে চাঁদ দেখেন জয়া। রাই সুন্দরী চালুনি দিয়ে চাঁদ দেখার পর মুখ দেখেন অভিষেকের। একই ভাবে জয়াও দেখেন অমিতাভকে। চাঁদের পুজো করে এরপর স্বামীর মঙ্গল কামনা করেন উভয়েই।
২০০৭-এর ২০ এপ্রিল অভিষেক বচ্চনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ঐশ্বর্য রাই বচ্চন। বচ্চন বউমার তৃতীয়বারের করবা চৌথের ছবি এটি।
দেশের সমস্ত বিবাহিত নারী এই ব্রত রাখেন তাঁর স্বামীর মঙ্গল কামনায়। সারাদিন উপোস থেকে সন্ধেয় চাঁদের মুখ দেখে, তাঁকে পুজো করে তারপর স্বামীর মুখ দেখেন সবাই চালুনি দিয়ে। তারপর স্বামীর হাতের জল খেয়ে উপোস ভাঙেন। ঈশ্বরের কাছে প্রার্থনা জানান স্বামীর দীর্ঘায়ু চেয়ে।