This Article is From Sep 05, 2018

জম্মু-কাশ্মীরের পৃথক সংবিধান প্রসঙ্গে মুখ খুলে বিতর্কে অজিত ডোভাল

জম্মু ও কাশ্মীরের পৃথক সংবিধান সম্পর্কে প্রশ্ন তুলে বিতর্কে জড়ালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল

জম্মু-কাশ্মীরের পৃথক সংবিধান প্রসঙ্গে মুখ খুলে বিতর্কে অজিত ডোভাল

ঘটনায় উপত্যকার রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

নিউ দিল্লি:

জম্মু ও কাশ্মীরের পৃথক সংবিধান সম্পর্কে প্রশ্ন তুলে বিতর্কে জড়ালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (National Security Advisor) অজিত ডোভাল। সংবিধানের 370 ধারা অনুসারে কাশ্মীরের বাসিন্দারা কিছু বিশেষ সুবিধা পান। সেটা থাকা উচিত কিনা তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে।

তারই মাঝে ডোভ্ল বলেন আলাদা সংবিধান থাকার প্রয়োজন নেই। এটি ভারতের সার্বভৌমত্বের জন্যও ক্ষতিকারক। গতকাল একটি বই প্রকাশ অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা National Security Advisor) বলেন, একটি সার্বভৌম রাষ্ট্র গঠনের উদ্দেশেই সংবিধান তৈরি হয়েছিল। আর সেই সংবিধান দেশের সমস্ত জায়গার উপর কার্যকর।

কিন্তু কাশ্মীরের জন্য আলাদা সংবিধানের কোনও   প্রয়োজন নেই। ঘটনায় উপত্যকার রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ন্যাশনাল কনফারেন্সের নেতা মুস্তাফা কামাল জানিয়েছন, কেন্দ্রীয় সরকারের  উচিত অজিত ডোভালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

সেটা না হলে ধরে নিতে হবে তিনি যা বলেছেন সেটা কেন্দ্রের বক্তব্য।আবার পিডিপি নেতা রফি আহমেদ মীর জানিয়েছেন আমার মনে হয় জাতীয়  নিরাপত্তা উপদেষ্টার মতো দায়িত্বপূর্ণ পদে থেকে এরকম মন্তব্য করা ঠিক নয়। এসব করলে দেশের সাধারণ মানুষের কাশ্মীর সম্পর্কে বিরূপ মনোভাব তৈরি হয়।          

 

.