This Article is From Jun 03, 2019

অজিত বহাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেই, পাঁচ বছরের জন্য পেলেন মন্ত্রক

মন্ত্রিসভায় থাকছেন অজিত ডোভাল। আগামী পাঁচ বছরের জন্য জাতীয় সুরক্ষা উপদেষ্টার পদে থাকবে তিনি

অজিত বহাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেই, পাঁচ বছরের জন্য পেলেন মন্ত্রক

আগামী পাঁচ বছরের জন্য জাতীয় সুরক্ষা উপদেষ্টার পদে বহাল থাকবে তিনি

নয়াদিল্লি:

মন্ত্রিসভায় থাকছেন অজিত ডোভাল (Ajit Doval)। আগামী পাঁচ বছরের জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টার (NSA) পদে থাকবে তিনি। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ‘‘জাতীয় নিরাপত্তা ক্ষেত্রে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে মন্ত্রিসভায় রাখা হচ্ছে।'' আগামী পাঁচ বছর তিনি আগের মতোই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করবেন। গত সপ্তাহে নরেন্দ্র মোদী দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন। পাশাপাশি তাঁর দীর্ঘদিনের সঙ্গী অমিত শাহ নতুন স্বরাষ্ট্র মন্ত্রী হন। এর আগের স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংহকে প্রতিরক্ষা মন্ত্রী করা হয়। তখন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল অজিত ডোভালকে নিয়ে।

প্রথম দিন সাইকেল চালিয়ে মন্ত্রকে পৌঁছলেন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন

জাতীয় নিরাপত্তা বিষয়ক দফতরের দায়িত্বপ্রাপ্ত অজিত ডোভাল। এর মধ্যে রয়েছে সন্ত্রাস-বিরোধী এবং গোয়েন্দা দফতরও। তিনিই দেশের সবথেরে গুরুত্বপূর্ণ আধিকারিকদের একজন। ১৯৬৮ সালের ব্যাচের এই ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অফিসার ইন্টেলিজেন্স ব্যুরোর একজন প্রাক্তন মুখ্য। তিনিই পুলওয়ামা কাণ্ডের পরে বালাকোট বিমান হানা ও উরি কাণ্ডের পরে ২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়টি তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন।

ভারতের ত্রি-স্তরীয় অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থায় জাতীয় নিরাপত্তা পরিষদের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী। এছাড়াও একটি কৌশল নির্ণায়ক গ্রুপ ও একটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড রয়েছে। অজিত ডোভাল জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব।

.