NDTV Yuva: অমিতকে কটাক্ষ করলেন সপা (Samajwadi Party) প্রধান।
নিউ দিল্লি: দলের কর্ম সমিতির সভা থেকে মাত্র কয়েকদিন আগে বিজেপি সভাপতি অমিত শাহ বলেছিলেন সামনের নির্বাচনে তাঁদের জেতা নিশ্চিত। শুধু তাই নয় তাঁরা আগামী 50 বছর ক্ষমতায় থাকবেন বলে জানিয়েছিলেন অমিত। এনডিটিভি যুবার মঞ্চ থেকে নাম না করে তাঁকে কটাক্ষ করলেন সপা (Samajwadi Party) প্রধান তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি বললেন, "যাঁরা 50 বছর ক্ষমতায় থাকার বলছেন তাঁরা নিজেরাই অতদিন থাকবেন না। আমি যদি সাইকেল চালাতে থাকি তাহলে আমি অতদিন বেঁচে থাকতে পারি। 50 বছর ভুলে যান দেশের মানুষ 50 সপ্তাহের মধ্যে জবাব দিয়ে দেবে।"
উত্তর প্রদেশ বরাবর ব্যবধান গড়ে দেয়। দেশের সবচেয়ে বড় রাজ্য বলে সেখান থেকেই অধিক সংখ্যক সাংসদ নির্বাচিত হন। গত বছর বিধানসভা নির্বাচনে এই রাজ্যে বিপুল জয় পায় বিজেপি। যদিও পরে বেশ কয়েকটি উপনির্বাচনে তাদের পরাজয় হয়। আর এ ব্যাপারে অখিলেশ যাদবেত ভূমিকাই মুখ্য। উত্তর প্রদেশের আরেকটি বিরোধী দল বসপাকে (BSP) সঙ্গে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়েছেন অখিলেশ। বিভিন্ন উপনির্বাচনে বিরোধীদের মহাজোট দেখেছে উত্তর প্রদেশ। আগামী নির্বাচনেও যে সেই ধারা বজায় থাকবে তাও জানিয়ে দিলেন অখিলেশ।