ছবিতেই দেখা যাচ্ছে জ্বলন্ত গাড়ি থেকে ঘন কালো ধোঁয়া বেরিয়ে আসছে।
হাইলাইটস
- পূর্ব দিল্লির অক্ষরধাম ফ্লাইওভারে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা
- মহিলা ও তাঁর দুই কন্যা গাড়িতেই পুড়ে যায়
- মহিলার স্বামী ও তৃতীয় কন্যা বেঁচে রয়েছেন
নিউ দিল্লি: সপরিবারে মন্দির দর্শন করতে বেরিয়েছিল মিশ্র পরিবার। রোববার পূর্ব দিল্লিতে একটি মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় ওই পরিবারের মা ওই দুই কন্যার মৃত্যু হল জীবন্ত অবস্থায় গাড়িতে পুড়ে। অক্ষরধাম ফ্লাইওভারে (Akshardham flyover) আগুনে পুড়ে মারা যান ৩৫ বছর বয়সী ওই মহিলা ও তাঁর দুই কন্যা সন্তান।
ঘটনাটি ঘটেছে সন্ধ্যে প্রায় সাড়ে ৬টা নাগাদ। অক্ষরধাম মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছিল ওই গাড়িটি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, তাঁদের ডাটসুন গো (Datsun Go) গাড়িটির পিছনে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস (CNG) লিক হয়ে যায়। তাঁর ফলেই আগুন লেগে যায় গাড়িতে। গাড়ির নানা ছবিতেই দেখা যাচ্ছে জ্বলন্ত গাড়ি থেকে ঘন কালো ধোঁয়া বেরিয়ে আসছে।
মধ্য কলকাতা থেকে উদ্ধার ৮ লক্ষ টাকার জাল নোট, ধৃত ২
পুলিশ সূত্রের খবর, নিহতরা হলেন রঞ্জনা মিশ্র ও তাঁর কন্যা রিধী ও নিক্কি। তাঁর স্বামী ও তৃতীয় কন্যা বেঁচে আছেন। গাড়ি চালাচ্ছিলেন রঞ্জনা মিশ্রের স্বামী উপেন্দ্র মিশ্র। আগুন ছড়িয়ে পড়ার পর সামনে আসনে এক মেয়েকে নিয়ে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন তিনি। পিছনে আসনে তাঁর স্ত্রী ও অন্যা দুই কন্যার দেহ এতখানিই পুড়ে গিয়েছিল যে শনাক্ত করা যায়নি।
নির্ধারিত জায়গাতেই রাম মন্দির নির্মাণ করতে হবেঃ আরএসএস
ডেপুটি কমিশনার অব পুলিশ (পূর্ব) জসমীৎ সিং বলেন, “সঠিক কারণ জানার জন্য আমরা আরও তদন্ত চালাব। মহিলার স্বামী এখন গভীর শোকের মধ্যে রয়েছেন।” উপেন্দ্র মিশ্র জানিয়েছেন কী ঘটল এবং কীভাবে ঘটল তিনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না।