শ্যুটিং শুরু করলেন অক্ষয় কুমার।
হাইলাইটস
- অক্ষয় কুমার এক বিজ্ঞাপনের শ্যুটিং করলেন কমলিস্তানে
- মাস্ক পরেই হল শ্যুটিং
- স্বাস্থ্য মন্ত্রকের জন্য এই বিজ্ঞাপন তৈরি হল
মুম্বই: আবারও ‘লাউন্ড, সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন'-এর পৃথিবীতে ফিরলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। বলিউডের (Bollywood) জনপ্রিয় অভিনেতা অক্ষয় ও চলচ্চিত্র নির্মাতা আর বল্কি সোমবার ‘লকডাউন-পরবর্তী সচেতনতা' প্রচারের এক বিজ্ঞাপনের শ্যুটিং করলেন কমলিস্তানে। তবে অবশ্যই প্রয়োজনীয় সতর্কতা সমেত। আর বল্কি জানাচ্ছেন, স্বাস্থ্যমন্ত্রকের জন্য এই বিজ্ঞাপন বানাচ্ছেন তিনি। মাস্ক পরে ও ন্যূনতম কর্মী নিয়ে শ্যুটিং চলছে। তিনি জানাচ্ছেন, ‘‘স্বাস্থ্য মন্ত্রকের জন্য এই বিজ্ঞাপন। অভিনয় করছেন অক্ষয় কুমার। লকডাউনের পরে আমাদের কী কী দায়িত্ব থাকবে তা নিয়েই বিজ্ঞাপনটি। আমাদের কাজে ফিরতেই হবে। কিন্তু নিজেদের ও অন্যদের নিরাপত্তার বিষয়টি নিয়েও সচেতন থাকতে হবে। আমাদের শ্যুটিংয়েও আমরা সেটা বজায় রেখেছি।''
সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানাচ্ছেন, ‘‘কাজে ফিরলাম সামাজিক দূরত্ব, স্যানিটাইজ করা আউটডোর সেট, জীবাণুবিহীন স্ক্রিন, মাস্ক সহ। কয়েক মিনিটের মধ্যে সেগুলির সঙ্গে মানিয়েও নিলাম। ন্যূনতম ক্রু সদস্য ও অত্যন্ত কড়া প্রোটোকলেই শ্যুটিং হচ্ছে।''
‘প্যাডম্যান' কিংবা ‘মিশন মঙ্গল' ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে কাজ করেছেন বল্কি। তিনি জানিয়েছেন, ‘‘প্রযোজক অনিল নাইডু আমাদের দেখিয়ে দিলেন কী করে ন্যূনতম লোকবল ও অধিকতর সুরক্ষা ব্যবস্থায় কাজ করা সম্ভব। অবশ্যই আমরা পুলিশ বা অন্যান্যদের থেকে অনুমতি নিয়েছি। আমরা এটা করছি, কারণ এই বার্তাটা দেওয়া অত্যন্ত জরুরি।''
সেটের ভিডিও ও ছবি থেকে পরিষ্কার, সমস্ত ক্রুকে জীবাণুনাশক টানেলের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এরপর তাঁদের মাস্ক, ফেস শিল্ড দেওয়া হয়েছে। পিপিই পরিহিত চিকিৎসা কর্মীরা তাঁদের তাপমাত্রাও পরীক্ষা করেছেন।
মার্চের মধ্যকাল থেকেই বন্ধ রয়েছে সব ধরনের শ্যুটিং ও অন্যান্য এই সংক্রান্ত কাজ। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশব্যাপী লকডাউন চলছে দু'মাস ধরে।