Read in English
This Article is From Mar 09, 2019

আইনস্টাইনের হাতে লেখা ১১০ টি পাণ্ডুলিপির প্রদর্শন, অমীমাংসিত সমীকরণ কি মিলবে এবার?

১৯৪৪ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত আইনস্টাইনের হাতে লেখা নানান গাণিতিক নোট, এবং একটি পরিশিষ্ট- যা ইউনিভার্সিটি এতদিন খোয়া গিয়েছে বলেই মনে করত তা প্রদর্শিত হচ্ছে। ইউনিফাইড ফিল্ড তত্ত্বের ওই কাগজটি এই নোবেলজয়ী পদার্থবিদ ১৯৩০ সালে প্রুশিয়ান আকাদেমি অফ সায়েন্সেসে উপস্থাপন করেছিলেন।

Advertisement
ওয়ার্ল্ড

আইনস্টাইনের (Albert Einstein) এই পাতাগুলির মধ্যে রয়েছে তাঁর 'unified field theory'র পরিশিষ্টও

জেরুজালেম:

ইজরায়েলের হিব্রু ইউনিভার্সিটিতে (Israel's Hebrew University) আলবার্ট আইনস্টাইনের হাতে লেখা ১১০ টি পাণ্ডুলিপি প্রকাশ করেছে। এর মধ্যে অধিকাংশই এর আগে কোনওদিন মানুষ দেখেননি বলেই জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

১৯৪৪ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত আইনস্টাইনের হাতে লেখা নানান গাণিতিক নোট, এবং একটি পরিশিষ্ট- যা ইউনিভার্সিটি এতদিন খোয়া গিয়েছে বলেই মনে করত তা প্রদর্শিত হচ্ছে। ইউনিফাইড ফিল্ড তত্ত্বের ওই কাগজটি এই নোবেলজয়ী পদার্থবিদ ১৯৩০ সালে প্রুশিয়ান আকাদেমি অফ সায়েন্সেসে উপস্থাপন করেছিলেন। 

স্কুলে লিঙ্গসাম্য পড়ানো হচ্ছে বলেই বাড়ছে গার্হস্থ্য হিংসা; বলছেন খোদ মন্ত্রী

আপেক্ষিকতাবাদের তত্ত্বের আবিষ্কারক আইনস্টাইন আধুনিক বিজ্ঞান স্তম্ভ। বেশ কয়েক দশক ধরে আরেকটি বিষয় নিয়ে কাজ করছিলেন এই অসামান্য মানুষটি। কিন্তু তা প্রমাণ করতে বারে বারেই ব্যর্থ হন, তিনি প্রমাণ করতে চেষ্টা করেছিলেন যে, ইলেক্ট্রোম্যাগনেটিজম এবং মাধ্যাকর্ষণ (electromagnetism and gravity) একটি মৌলিক ক্ষেত্রের পৃথক প্রকাশ।

Advertisement

হিব্রু ইউনিভার্সিটি জানিয়েছে, উত্তর ক্যারোলিনাতে একজন ব্যক্তিগত সংগ্রাহকের কাছ থেকে কিনে নেওয়ার পরে শিকাগোর একটি সংস্থা এই সমস্ত পাণ্ডুলিপি তাঁদের দান করে দেয়, বর্তমানে অ্যালবার্ট আইনস্টাইনের ৮০,০০০ সামগ্রীর আর্কাইভে রয়েছে এই কাগজপত্রগুলি। 

ভাইরাল ছবিতে দেখুন রাস্তায় পড়ে থাকা খাবারের স্তূপে মেরু ভালুকের চড়ুইভাতি

Advertisement

আর্কাইভের আকাদেমিক উপদেষ্টা প্রফেসর হানচ গুটফ্রেন্ড বলেন, “এই কাগজপত্রগুলি দেখে বোঝা যায় আইনস্টাইন কীভাবে চিন্তাভাবনা করতেন, কাজ করতেন। এই পাতাগুলোতে অধিকাংশই তাঁর নিজের হাতে লেখা খুব সামান্যই লেখা, বাকিটা অঙ্কের সমীকরণ ও গণনা।"

ইজরায়েলের হিব্রু বিশ্ববিদ্যালয়ে অ্যালবার্ট আইনস্টাইনের লেখা ১১০ টি পাণ্ডুলিপির পৃষ্ঠার (manuscript pages written by Albert Einstein) একটি সংগ্রহ।

গুটফ্রেন্ড রয়টার্সকে বলেন, “এগুলি হল তাঁর নোটের সংক্ষিপ্ত বিবরণ; যখনই ওনার মাথায় কিছু আসত, কোনও নতুন ধারণা পেতেন তখনই বসে পড়ে সেটা খসড়া করে লিখে ফেলতেন।"

Advertisement

হিটলার ক্ষমতায় আসার পর আইনস্টাইনকে জার্মান নাগরিকত্ব দিতে অস্বীকার করা হলে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান আইনস্টাইন। যাওয়ার আগে আইনস্টাইন হিব্রু বিশ্ববিদ্যালয়ে তাঁর বৈজ্ঞানিক ও ব্যক্তিগত লেখাগুলি দান করে যান। আইনস্টাইন পদার্থবিজ্ঞানের জন্য ১৯২১ সালে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ১৯৫৫ সালে নিউ জার্সিতে মারা যান।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement