Read in English
This Article is From May 08, 2018

আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানালেন পরীক্ষা হবে মে মাসের 12 তারিখে

আলিগড় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ মরশুমের পরীক্ষা শুরু হবে ১২ মে থেকে।

Advertisement
Education

The AMU examinations were earlier scheduled to begin from May 7

Aligarh: আলিগড়:- গত বুধবার পুলিশের লাঠিচার্জে ২৮ জন ছাত্রছাত্রী আহত হওয়ার পর থেকেই আলিগড় বিশ্ববিদ্যালয়ের যে ক্রমবর্ধমান উত্তপ্ত পরিস্থিতি, তা নিয়ে দুশ্চিন্তা ছিল সব মহলেই। বিশেষ করে, ছাত্রছাত্রীদের একাংশ পড়েছিলেন সবথেকে বেশি দোটানায়। পরীক্ষা হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছিল। প্রথমে ঠিক ছিল পরীক্ষা শুরু হবে ৭ মে থেকে। পরিস্থিতি বিচার করে তা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সাংবাদিক বৈঠক করে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-সহায়ক মুজিবুল্লা জুবেরি জানান, উপাচার্য তারিক মনসুরের সিদ্ধান্তে পরীক্ষার দিন ঠিক হয়েছে আগামী ১২ তারিখ। 

মহম্মদ আলি জিন্নার বহু পুরনো একটি ছবিকে কেন্দ্র করে যে বিতর্কের সূত্রপাত, তা কমার চিহ্ন অবশ্য এখনও, অন্তত বিশ্ববিদ্যালয়ের চারপাশ ঘুরলে টের পাওয়া যায় যে, নেই। গত শুক্রবার ছাত্র এবং শিক্ষকরা মিলে বিশ্ববিদ্যালয়ের বাব-এ-সৈয়দ গেটে একটি বিশেষ প্রার্থনার আয়োজন করেন। তারিক মনসুর জানান, তাঁরা চান বিশ্ববিদ্যালয়ে শান্তি এবং শৃঙ্খলা অটুট থাকে। সেটা বজায় রাখার জন্য যতদূর সম্ভব চেষ্টা করা হবে। ১৬ সদস্যের একটি কো-অর্ডিনেশন কমিটি গড়ে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বসা হয়েছে। জানার চেষ্টা করা হয়েছে তাদের সমস্যা। তারপরই এই সিদ্ধান্ত। প্রসঙ্গত, গত সপ্তাহের ঘটনার পর ছাত্রছাত্রীরা টানা দু'দিন ক্লাস বয়কট করে রেখেছিল।
Advertisement