This Article is From Jan 08, 2019

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রাজ্যজুড়ে 'নেতাজি ভাবনা যাত্রা' করবে ফরওয়ার্ড ব্লক

১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত গোটা রাজ্যজুড়ে 'নেতাজি ভাবনা যাত্রা' করবে সর্বভারতীয় ফরওয়ার্ড ব্লক।

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রাজ্যজুড়ে 'নেতাজি ভাবনা যাত্রা' করবে ফরওয়ার্ড ব্লক
কলকাতা:

১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত গোটা রাজ্যজুড়ে 'নেতাজি ভাবনা যাত্রা' করবে সর্বভারতীয় ফরওয়ার্ড ব্লক। রাজ্যে এই মুহূর্তে ক্রমশ বৃদ্ধি পেতে থাকা সাম্প্রদায়িকতার বিরোধিতায় হবে এই যাত্রা, জানান দলের এক বর্ষীয়ান নেতা। ওই নেতা তথা ফরওয়ার্ড ব্লকের রাজ্য সচিব নরেন চট্টোপাধ্যায় বলেন, "এই যাত্রার মূল উদ্দেশ্য হল নেতাজির ভাবনার প্রচার।

দিলীপ ঘোষের মন্তব্যেই পরিষ্কার, বিজেপি ও তৃণমূলের মধ্যে বোঝাপড়া আছে, বললেন সোমেন

বিশেষত, ধর্মনিরপেক্ষতা নিয়ে কী ভাবতেন তিনি, তা প্রচার করাই হবে এই যাত্রার মূল লক্ষ্য। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নেতাজির বাণী আমরা রাজ্যজুড়ে ছড়িয়ে দিতে চাই"। 

বনধ ব্যর্থ করার চক্রান্ত ব্যর্থ করবেন সাধারণ মেহনতি মানুষ, বললেন সিটুর রাজ্য সভাপতি

তাঁর কথায়, এই মুহূর্তে যখন বিজেপি ও তৃণমূল- উভয় দলের মধ্যেই সাম্প্রদায়িকতাকে রাজনৈতিক তাস হিসেবে ব্যবহার করার প্রবণতা প্রবলভাবে দেখা যাচ্ছে, সেই সময় নেতাজির এই ভাবনাগুলির প্রচার করলে তা রাজ্যের পক্ষে রাজ্যের মানুষের পক্ষে অত্যন্ত ভালো হবে বলেই আমাদের বিশ্বাস।

দেখুন ভিডিও:



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.