Ganesh Chaturthi 2019: গণপতি বাপ্পার পুজো ২ সেপ্টেম্বর
নয়া দিল্লি: ২ সেপ্টেম্বর অর্থাৎ আজ গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) বা বিনায়ক চতুর্থী। আজ সারা দেশে সাড়ম্বরে পূজিত হবেন দেব গণেশ (Lord Ganesha) বা গণপতি বাপ্পা। এই পুজোর বেশি চল মহারাষ্ট্রে। এছাড়াও দেব পূজিত হন গোয়া, কর্ণাটক, তেলেঙ্গানা, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে। সাধারণত, ব্যবসায়ীরাই গণেশ পুজো বেশি করে থাকেন। তবে অনেক অঞ্চল বা বাড়িতেও ভক্তিভরে পূজিত হন সিদ্ধিদাতা গণেশ। সব কাজে যাতে সিদ্ধি লাভ হয় সহজে সেকারণেই এই দেবতার পুজো হিন্দু ধর্মে প্রচলিত। রীতি মেনে ১০ দিন ধরে চলে গণপতি পুজো। সেই নিয়মে আগামী ১২ সেপ্টেম্বর বিসর্জন দেওয়া হবে দেব মূর্তির। মুম্বইয়ে প্রতিবছর দেড় লক্ষ দেব প্রতিমা বিসর্জন দেওয়া হয় সমুদ্রে।
Ganesh Chaturthi: অভিনব গণেশ মূর্তি! বিসর্জনের পরে জন্মাবে গাছ
অনেকেই হয়ত জানেন, গণেশ ভীষণ মিষ্টিপ্রিয়। এবং মোদক তাঁর অন্যতম পছন্দের মিষ্টি। তাই এই দিনে নানা ধরনের মোদক আর মিষ্টি দিয়ে সাধারণত পুজো করা হয় গণপতির।
এবার জেনে নিন পুজোর সময়, নির্ঘণ্ট, তিথি:
গণেশ চতুর্থী পালিত হবে: ২ সেপ্টেম্বর, ২০১৯, সোমবার।
বিসর্জনের দিন: ১২ সেপ্টেম্বর, ২০১৯, বৃহস্পতিবার।
পুজোর সময়:
সকালে গণেশ পুজোর সময়: সকাল ১১:০৫ টা থেকে বেলা ১:৩৬ মিনিট পর্যন্ত।
সময়কাল - ২ ঘন্টা ৩১ মিনিট।
গণেশ বিসর্জন: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯।
সময় - বেলা ১২টার পর থেকে।
চতুর্থী তিথি শুরু - সকাল ৪:৫৭ মিনিট থেকে।
চতুর্থী তিথি শেষ- দুপুর ১:৫৪ মিনিটে।
পুণেতে হাজার ফুচকা দিয়ে তৈরি হল গণেশ মূর্তি
পুজোর বিধি:
মধ্যাহ্নে এই পুজো শুরু হয়। কারণ, প্রচলিত ধারণা অনুসারে গণপতির জন্ম হয়েছিল মধ্যাহ্নে। ভক্তরা পুরাণিক মন্ত্র জপ করে ষোড়শোপচারে দেবতার পুজো করেন। পুজো শুরুর আগে ঘি-এর প্রদীপ জ্বালিয়ে সংকল্প করা হয়। তারপরে মন্ত্র জপ, প্রতিমা প্রতিষ্ঠা, প্রতিমা স্নান এবং দেবতাকে বিভিন্ন ভোগ উৎসর্গ করা হয়।
Click for more
trending news