ক্রিকেট ক্যাম্প বন্ধ করার কথা ঘোষণা করলেন ইরফান পাঠান
নিউ দিল্লি: জঙ্গি হামলার আতঙ্ক ভূস্বর্গে। দেশি বিদেশী পর্যটক থেকে অমরনাথ যাত্রী, প্রত্যেককেই উপত্যকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই তালিকায় এবার যুক্ত করা হল ভারতের ক্রিকেট দলের প্রাক্তন বোলার ইরফান পাঠানকে (Irfan Pathan)। বর্তমানে তিনি জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) ক্রিকেট দলের পরামর্শদাতা। রাজ্য ক্রিকেট দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফেরাও নির্দেশ পেয়ে একে একে কাশ্মীর (Kashmir) ছাড়তে শুরু করেছে। সামনেই বিজয় হাজারে ও কোচবিহার ট্রফির খেলা রয়েছে। এই পরিস্থিতিতে বন্ধ হয়ে গিয়েছে বয়স ভিত্তিক ক্রকেটার নির্বাচন পর্ব। সমস্যায় জম্মু কাশ্মীরের ক্রিকেট। সরকারি নির্দেশ পেয়েই ইরফান পাঠান (Irfan Pathan) কাশ্মীর ক্রিকেট বোর্ডের (Kashmir Cricket Association) সিইও বুখারির সঙ্গে বৈঠক করেন। সেখানেই সিদ্ধান্ত হয় আপাতত সবকিছু বন্ধ রাখা হচ্ছে।
জাতীয় দলের প্রাক্তন বোলার পাঠান (Irfan Pathan) বলেন, ‘আমি মানছি বর্তমান অবস্থায় ক্রিকেটের একটু অসুবিধা হল। তবে, আশা করব পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।' শুক্রবারের ঘোষণার পর শনিবারই সবাই বাড়ি ফিরে গেছে। রবিবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ইরফান পাঠান। তার আগে তিনি বলছিলেন, ‘সব ছেলেরা নিরাপদে বাড়ি পৌঁছে গিয়েছে। আমি অনেকের অভিভাবকদের ফোন করে খোঁজ নিয়েছি। এটা স্বস্তির।'
উপত্যকায় সিনিয়র, জুনিয়র ক্রিকেটারদের ৮টি পৃথক দলে ভাগ করে প্রস্তুতি সারার পরিকল্পনা করে হয়েছিল। যেখানে নির্বাচকদেরও উপস্থিত থাকার কথা ছিল। ঠিক হয়েছিল ক্যাম্প থেকেই প্রতিভা খুঁজে দল গঠন করা হবে। সেই ক্যাম্প এখন বিশ বাঁও জলে। এমন পরিস্থিতিতে কাশ্মীরে ঘরোয়া ক্রিকেট আয়োজন নিয়েও প্রশ্ন উঠে গেল। রাজ্য ক্রিকেটের পরামর্শদাতা ইরফান (Irfan Pathan)মনে করেন এই পরিস্থিতিতে অন্য রাজ্যে নিযে গিয়েও প্রস্তুতি নেওযা যেতে পারে। তবে, সবটাই নির্ভর করছে জম্মু কাশ্মীর ক্রিকেট বোর্ডের (JKCA) উপর।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)