রিপোর্টগুলিকে 'মনগড়া' বলে উড়িয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: অনাহারে মৃত্যুর যে রিপোর্ট কয়েকদিন আগে প্রকাশিত হয়েছিল রাজ্যের কয়েকটি সংবাদমাধ্যমে, সেই রিপোর্টগুলিকে 'মনগড়া' বলে উড়িয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, 'বার্ধক্যজনিত অসুখ' অথবা 'অতিরিক্ত মদ্যপানের কারণে' ঘটেছে ওই মৃত্যুগুলি। গত সপ্তাহেই জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলায় সাতজন শবরের অনাহারে মৃত্যুর ঘটনার কথা মিডিয়ায় এসেছিল। বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের 'প্রতিটি গরীব মানুষ'কেই খাবারের ব্যবস্থা করে দিয়েছে তাঁর সরকার। "জঙ্গলমহলে সাতজন শবরের অনাহারে মৃত্যুর ঘটনার রিপোর্ট নিয়ে যে হইচই করে চলেছে মিডিয়ার একাংশ, তা সম্পূর্ণ মনগড়া। তাঁদের মৃত্যুর কারণ অনাহার নয়। আমরা রাজ্যের প্রতিটি গরীব মানুষকে চাল ও গম দিই৷ কী করে তাঁরা না খেয়ে মারা যেতে পারেন! পাহাড় থেকে জঙ্গলমহল পর্যন্ত রাজ্যের প্রতিটি গরীব মানুষের পাশেই রয়েছে আমাদের সরকার", বলেন মমতা।
তিনি আরও বলেন, "অতিরিক্ত মদ্যপানের কারণেই মারা গিয়েছেন ওঁদের মধ্যে কেউ কেউ। বাকিরা মারা গিয়েছেন বার্ধক্যজনিত অসুখে। পাঁচজন মারা গিয়েছেন লিভারের সমস্যার কারণে", বিধানসভায় দাঁড়িয়ে জানান মুখ্যমন্ত্রী।
তাঁর সরকার যে সবসময়ই গরীব মানুষের পাশে রয়েছে, সেই কথাও এই বক্তব্যের মাঝেই মনে করিয়ে দেন মমতা।
আজ বিধানসভায় সাতজন শবরের মৃত্যুর ঘটনার জবাবদিহি চেয়েছিলেন কংগ্রেস ও সিপিএমের বিধায়করা। তাঁদের দাবি মানা না হওয়ায় তাঁরা বিধানসভার কক্ষ ছেড়ে বেরিয়ে যান।
রাজ্য রাজনীতির আরও আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ খবর পড়তে চোখ রাখুন এখানে।