Read in English
This Article is From Feb 15, 2019

এয়ারক্রাফ্টের ট্যাক্সি ট্র্যাকও এ বার সামলাবেন মহিলারাই

স্কোয়াড্রন লিডার কমলজিত কৌর ক্যাপ্টেন এবং স্কোয়াড্রন লিডার রাখি ভান্ডারী কো পাইলট হিসেবে এই প্যারালাল ট্যাক্সি ট্র্যাকের দায়িত্ব সামলাবেন।

Advertisement
অল ইন্ডিয়া

এই প্যারালাল ট্যাক্সি ট্র্যাকের প্রস্থ সাধারণ ট্যাক্সি ট্র্যাকের তুলনায় অনেকটাই কম

Highlights

  • স্কোয়াড্রন লিডার কমলজিত কৌর ক্যাপ্টেন এবং রাখি ভান্ডারী দায়িত্বে রয়েছেন
  • এই স্কোয়াড্রনটি পারলাম টেকনিক্যাল অঞ্চলে অবস্থিত
  • রানওয়ে উন্মুক্ত না থাকলে তবেই এখানে ল্যান্ডিং করানো হয়
সিরসা:

এই প্রথমবার সব মহিলা কর্মীদের নিয়ে ভারতীয় বায়ুসেনার দু'জন মহিলা পাইলট কাজ করবেন হরিয়ানার ডর্নিয়ার এয়ারক্রাফটের প্যারালাল ট্যাক্সি ট্র্যাকে।

মমতার ফর্মুলায় বিজেপিকে হারানো সম্ভব নয়: বিমান

স্কোয়াড্রন লিডার কমলজিত কৌর ক্যাপ্টেন এবং স্কোয়াড্রন লিডার রাখি ভান্ডারী কো পাইলট হিসেবে এই প্যারালাল ট্যাক্সি ট্র্যাকের দায়িত্ব সামলাবেন, এবং ল্যান্ডিং এর কাজটিও পরিচালনা করবেন বলে জানিয়েছে আইএফএ-র মুখপত্র।

এই স্কোয়াড্রনটি পারলাম টেকনিক্যাল অঞ্চলে অবস্থিত।

Advertisement

এনডিএ আমলে ১৮ বার জঙ্গি হামলা, নীরব সরকার, প্রতিক্রিয়া কংগ্রেসের

এই প্যারালাল ট্যাক্সি ট্র্যাকের প্রস্থ সাধারণ ট্যাক্সি ট্র্যাকের তুলনায় অনেকটাই কম। এবং নামার সময়ে বিশেষ গিয়ারের প্রয়োজন হয় না। কোনও সময় সমস্যা দেখা দিলে বা রানওয়ে উন্মুক্ত না থাকলে তবেই এখানে ল্যান্ডিং করানো হয়।

Advertisement

আরও খবর দেখুন এখানে



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement