26 জুন থেকে পার্কিং-এর ফি নেওয়ার কাজে মহিলা কর্মী নিয়োগ করা হয়।
কলকাতা: কলকাতা বিমানবন্দরে গাড়ি পার্ক করা নিয়ে দীর্ঘদিনের সমস্যার অবশেষে অবসান ঘটল। এর কারণ হিসাবে বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরের প্রস্থানের গেটে মহিলা কর্মীদের পার্কিং ফি নেওয়ার কাজে নিযুক্ত করার সিদ্ধান্তকেই তুলে ধরছেন।
এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া জানিয়েছে, পুরুষ কর্মীদের সরিয়ে মহিলা কর্মী নিযুক্ত করাতেই আসল কাজটি হয়েছে।
গত. 26 জুন থেকে পার্কিং-এর ফি নেওয়ার কাজে মহিলা কর্মী নিয়োগ করার পর থেকেই পার্কিং ফি নিয়ে ঝামেলা একদমই কমে গিয়েছে বলে জানান বিমানবন্দরের এক উচ্চপদস্থ কর্তা।
" 19 দিন হয়ে গেল। পাঁচজন মহিলা মিলে পার্কিং ফি নেওয়ার কাজটি করছেন বিমানবন্দরে। এখনও পর্যন্ত একটিও অভিযোগের খবর নেই", বলেন এস এস এন্টারপ্রাইজের কলকাতা শাখার ম্যানেজার আচ্ছেলাল যাদব।
এই সংস্থাই কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিং ফি নেওয়ার কাজে কর্মীদের নিয়োগ করে থাকে।
বিমানবন্দরের এক কর্তার মতে, বিমানবন্দরের পার্কিং ফি নেওয়ার কাজে পুরুষদের বদলে মহিলা কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় প্রায় এক বছর আগে। এই পার্কিং ফি নিয়ে দুর্নীতির কারণে ওই সংস্থার পাঁচজন কর্মীকে গ্রেফতার করা হয়।
"এখনও পর্যন্ত মহিলা কর্মীরা দারুণ কাজ করছে বলে জানতে পেরেছি। তারা অনেক বেশি মাথাঠাণ্ডা করে মন দিয়ে কাজটা করে চলেছে", বলেন এনএসসিবিআইএ'র অধিকর্তা অতুল দীক্ষিত।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)