This Article is From Jan 06, 2019

বাংলাদেশের সাধারণ নির্বাচনে অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের আর্জি জানাল রাষ্ট্রসঙ্ঘ

বাংলাদেশের সাধারণ নির্বাচনে অনিয়মের অভিযোগ প্রকাশ্যে আসায় নিরপেক্ষ তদন্তের আর্জি জানাল রাষ্ট্রসঙ্ঘ।

বাংলাদেশের সাধারণ নির্বাচনে অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের আর্জি জানাল রাষ্ট্রসঙ্ঘ

বাংলাদেশের ওই ১১তম সাধারণ নির্বাচনে প্রাণ হারিয়েছেন কমকরে ১৯ জন।

হাইলাইটস

  • অনিয়মের অভিযোগ প্রকাশ্যে আসায় নিরপেক্ষ তদন্তের আর্জি জানাল রাষ্ট্রসঙ্ঘ
  • গত মাসের ৩০ তারিখ বাংলাদেশে ভোট হয়
  • ১১তম সাধারণ নির্বাচনে প্রাণ হারিয়েছেন কমকরে ১৯ জন
ঢাকা:

বাংলাদেশের সাধারণ নির্বাচনে অনিয়মের অভিযোগ প্রকাশ্যে আসায় নিরপেক্ষ তদন্তের আর্জি জানাল রাষ্ট্রসঙ্ঘ। গত মাসের  ৩০ তারিখ বাংলাদেশে ভোট হয়। তার একদিনের মধ্যেই প্রকাশিত হয় ফলাফল। তাতে দেখা  যায় বিরাট ব্যবধানে ভোট  জিতেছে সেখ হাসিনার  দল আওয়ামি লিগ। বিরোধীদের অভিযোগ এই নির্বাচনে বেশ কয়েকটি অনিয়ম হয়েছে। শুধু তাই নয় নতুন করে ভোট নেওয়ার দাবি তুলেছে  বিরোধীরা। তবে  সেই দাবি খারিজ  করে দিয়েছে নির্বাচন কমিশন। বাংলাদেশের ওই ১১তম সাধারণ নির্বাচনে প্রাণ হারিয়েছেন কমকরে ১৯ জন। তাঁদের মধ্যে  রাজনৈতিক কর্মী ছাড়া পুলিশও আছেন।     

 বিরোধী দলগুলি যতই দাবি করুক ভোটে অনিয়ম হয়েছে  সেখ হাসিনা  বা তাঁর দলের কোনও নেতাই বিষয়টিকে স্বীকার করতে রাজি হননি।  তাঁদের দাবি ভোট প্রক্রিয়া  ছিল শান্তিপূর্ণ। এরই মধ্যে নিরপেক্ষ তদন্তের আর্জি জানাল রাষ্ট্রসঙ্ঘ। এর আগে  বৃহস্পতিবার শপথ নিয়েছেন আওয়ামি দলের সাংসদরা। তবে বিরোধী দলের সাত প্রার্থী সেই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।          

.