हिंदी में पढ़ें
This Article is From Jun 20, 2020

মাঝরাতে বিছানায় কুমির! তারপর...দেখুন ভিডিওতে

সেই ভিডিওয় এক কুমির শাবক দিব্যি বিছানায় উঠে ক্যামেরার পোজ দিচ্ছে। হেঁটেচলে বেড়াচ্ছে। ট্যাঙ্গো দা ডোয়ার্ফ  কাইম্যান নামে এক নেটিজেন সেই পোস্ট করেছেন

Advertisement
অফবিট Edited by

মাঝরাতে কুমির ছানা বিছানায়। ধরা পড়েছিল সেই ছবি।

মাঝরাতে আপনার ঘুম ভাঙল। আর পাশ ফিরে দেখলেন একটা কুমির শাবক (crocodile on your bee) দিব্যি আপনার পাশে শুয়ে। তাহলে বুকটা ছ্যাৎ করে উঠবে কিনা?  নিজেকে অ্যামাজনের জঙ্গলের বাসিন্দা মনে হবে কিনা? এইসব প্রশ্ন যখন মনের ভিতর ঘুরপাক খাচ্ছে, তখন ইনস্টা গ্রামে একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওয় এক কুমির শাবক দিব্যি বিছানায় উঠে ক্যামেরার পোজ দিচ্ছে। হেঁটেচলে বেড়াচ্ছে। ট্যাঙ্গো দা ডোয়ার্ফ  কাইম্যান নামে এক নেটিজেন সেই পোস্ট (An Instagram viral video) করেছেন। জানা গেছে, সেই নেটিজেনের পোষ্য ওই কুমির ছানা। যে প্রতি রাতে তাঁর কাছে এসে শুভরাত্রি বলে যায়। কিছুক্ষণ তাঁর সঙ্গে কাটিয়ে আবার লেকের জলে ফিরে যায়। এমনটাই সেই পোস্টে উল্লেখ করেছেন ওই নেটিজেন। পোস্টের কয়েকঘণ্টার মধ্যে প্রায় ৩৭ হাজার ভিউজ এর একশোর বেশী কমেন্ট পড়েছে সেই ভিডিওতে। এক নেটিজেন লিখেছেন, "কী কিউট এই কুমির বাচ্চা।"

দেখুন সেই পোস্ট: 

Advertisement