This Article is From Nov 10, 2019

রাজ্যের প্রায় ১০০ শতাংশ শিশুই টিকাকরণের আওতাধীন: মুখ্যমন্ত্রী মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, রাজ্যের প্রায় ১০০ শতাংশ শিশুই টীকাকরণের আওতাধীন

Advertisement
অল ইন্ডিয়া Edited by

টীকাকরণ হচ্ছে শিশুদের

কলকাতা:

আজ বিশ্ব টিকাকরণ দিবস। আগামী প্রজন্মকে সুস্থ রাখতে টিকাকরণের প্রয়োজনীয়তার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য আজকের দিনের প্রধান লক্ষ্য। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দাবি, রাজ্যের প্রায় ১০০ শতাংশ শিশুই টিকাকরণের (immunised) আওতাধীন।

'Bulbul'-এর ঝাপটায় ডুবন্ত জাহাজের ৭৫ যাত্রীকে উদ্ধার প্রশাসনের': মুখ্যমন্ত্রী মমতা

বিশ্ব টিকা দান দিবসকে গুরুত্ব দিয়ে  মমতা আরও বলেন, ভ্যাকসিন-প্রতিরোধযোগ্য রোগের বিরুদ্ধে টীকার প্রয়োজনীয়তা স্বীকার করে বলেন, আগামী প্রজন্মকে সুস্থ জীবন দিতেই রাজ্যের শিশুদের জন্য তিনি এই বিশেষ পদক্ষেপ নিয়েছেন। কারণ, তিনি জানেন সুস্থ জীবনের অপরিহার্য অঙ্গ টিকাকরণ। 

Advertisement
Advertisement