সিবিআই অধিকর্তা অলোক বর্মাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
হাইলাইটস
- অলোক বর্মাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করে দিল সুপ্রিম কোর্ট
- দীর্ঘ তিন মাস বাদে নিজের পদ ফিরে পাচ্ছেন তিনি
- পদ ফিরে পেলেও নীতি গত সিদ্ধান্ত নিতে পারবেন না অলোক
নিউ দিল্লি: সিবিআই অধিকর্তা অলোক বর্মাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। তাঁকে নিজের পদে ফিরিয়ে দেওয়া হয়েছে। তিন মাস বাদে নিজের পদ ফিরে পাচ্ছেন তিনি। তাঁর সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্তানার সংঘাত দেখা দেয়।
রাকেশের বিরুদ্ধে এফআইআর করেন অলোক। এই বিতর্কের মাঝেই অলোক এবং রাকেশকে ছুটিতে পাঠায় কেন্দ্র। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন অলোক। তাঁর যুক্তি ছিল দু'বছরের আগে সিবিআই অধিকর্তাকে পদ থেকে সরানো যায় না।তাঁর আগে সরাতে গেলে নির্দিষ্ট কমিটির দ্বারস্থ হতে হয়। সেই মামলাতেই রায় দিল সুপ্রিম কোর্ট। তবে পদ ফিরে পেলেও নীতি গত সিদ্ধান্ত নিতে পারবেন না অলোক। রায় দেওয়ার সময় আদালতের মন্তব্য প্রশাসনের এই কাজে সিবিআই অধিকর্তার পদের গরিমা নষ্ট হয়েছে।
ব্যক্তিগত কারণ”, এবারে নির্বাচনে লড়বেন না প্রিয়া দত্ত
মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকার বলেছিল দুই কর্তাকে ছুটিতে পাঠান ছাড়া আর কিছুই করার ছিল না। সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া এসে পৌঁছেছে। এই রায় অলোক বর্মার জন্য আংশিক জয় বলে মনে করছেন বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ। অন্যদিকে বিরোধী দল গুলি মনে করছে এই রায় কেন্দ্রের স্বৈরাচারী মানসিকতার বিরুদ্ধে বড় ধাক্কা । কংগ্রেস বলেছে এই রায় সরকারের বেআইনি কাজের বিরুদ্ধে। পাশাপাশি অলোক বর্মাকে সুপ্রিম কোর্ট বলেছে তাঁর বিরুদ্ধে সিভিসিতে যে অভিযোগ আছে তার উত্তর দিতে।