তিকরির বেস ক্যাম্পে তাদের নিরাপদে রাখা হয়
জম্মু: ভারী বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার জন্য পহেলগাঁও যাওয়ার পথে একাধিক ধ্বস নেমে যাওয়ায় ওই পথ দিয়ে অমরনাথ যাত্রা আপাতত বন্ধ রাখা হয়েছিল। তবে আবহাওয়া ঠিক হওয়ার পর আবার যাত্রা শুরু হলো। বালতালের দিক দিয়ে অমরনাথ যাত্রা ঠিক একই কারণে আগের দিন স্থগিত হয়ে যাওয়ার ঠিক একদিন বাদে পহেলগাঁও নিয়েও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বন্যা নিয়ে এখনো সতর্কতা জারি করা আছে। কাশ্মীরের স্কুলগুলিও সতর্কতার পদক্ষেপ হিসাবে বন্ধ করে রাখা হয়েছে।
তীর্থযাত্রীদের তৃতীয় দলটি নিজেদের যাত্রা শুরু করেছিল ভগবতী নগরের বেস ক্যাম্প থেকে। ওখানে থেকে যাত্রা শুরু করে পহেলগাঁও-এর রাস্তা ধরে যাওয়ার কথা ছিল তাদের। তিকরির বেস ক্যাম্পে তাদের নিরাপদে রাখা হয়। জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল প্যান্থার্স পার্টির রাজ্য সভাপতি বলওয়ন্ত সিংহ মানকোটিয়া বলেন, প্রায় 500 থেকে 700 জন তীর্থযাত্রী ছিল তিকরির বেস ক্যাম্পে। যারা এখনো অমরনাথের উদ্দেশে আবার যাত্রা শুরু করেছেন। সকালে এই সঙ্গমে জল বেড়ে উচ্চতা দাঁড়ায় 23.06 ফুট আর তখন হাই অ্যালার্ট জারি করা হয়। তখনই আধিকারিকরা জানান, অত্যন্ত পিচ্ছিল পথ এবং খারাপ আবহাওয়ার জন্য কোনও তীর্থযাত্রীকেই বেস ক্যাম্প থেকে গুহার দিকে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। পরে অবস্থা একটু নিয়ন্ত্রণে আসলে তারা আবার যাত্রা শুরু করে।