This Article is From Apr 20, 2020

অনাবশ্যক সামগ্রী সরবরাহ নিয়ে সরকারের মত বদলের পর প্রতিক্রিয়া জানাল আমাজন

সরকারের তরফে কেবল খাবার, ওষুধের মতো অত্যাবশ্যক সামগ্রীই সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে ই-কমার্স সংস্থাগুলিকে।

অনাবশ্যক সামগ্রী সরবরাহ নিয়ে সরকারের মত বদলের পর প্রতিক্রিয়া জানাল আমাজন

E-Commerce Guidelines: দেশব্যাপী লকডাউন চলবে ৩ মে পর্যন্ত।

নয়াদিল্লি:

কেন্দ্রীয় সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, অনাবশ্যক সামগ্রী সরবরাহের অনুমতি দেওয়া হবে না ই-কমার্স সংস্থাগুলিকে। যদিও প্রাথমিক ভাবে সরকারের তরফে সব ধরনের সামগ্রী সরববরাহের অনুমতিই দেওয়া হয়েছে। কিন্তু পরে বলা হয় কেবল আবশ্যক সামগ্রীর সরবরাহেই অনুমতি দিচ্ছে কেন্দ্রীয় সরকার। ‘আমাজন ইন্ডিয়া' (Amazon India) ‌এক বিবৃতিতে NDTV-কে জানিয়েছে, এই নতুন নিয়মে তারা হতাশ। কেবল ক্রেতাদের জন্য নয়, ছোট ব্যবসায়ী ও নির্মাতাদের জন্যও। ওই বিবৃতিতে তারা জানিয়েছে, নতুন গাইডলাইন (Guidline) কেবল ক্রেতাদের হতাশ করবে তা-ই নয়। পাশাপাশি দেশজুড়ে ছোট ব্যবসায়ী, নির্মাতা ও বিক্রেতাদেরও হতাশ করবে যারা গত ৪৮ ঘণ্টায় প্রস্তুতি নিয়ে ফেলেছিল নিরাপদে লক্ষ লক্ষ ক্রেতাকে তাঁদের পছন্দের সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য।

করোনা ভাইরাস সংক্রমণ দ্বিগুণ হওয়ার হার কমেছে, জানাল কেন্দ্র

আমাজন ওই বিবৃতিতে আশা প্রকাশ করে, পরিস্থিতি আবারও বদলাবে শিগগিরি। এবং অর্থনৈতিক সক্রিয়তা ফিরবে।

প্রসঙ্গত, সরকারের তরফে কেবল খাবার, ওষুধের মতো অত্যাবশ্যক সামগ্রীই সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে ই-কমার্স সংস্থাগুলিকে। রবিবারই সরকারের তরফে জানিয়ে দেওয়া হয় ই-কমার্স সংস্থাগুলি অনাবশ্যক সামগ্রীগুলি ডেলিভারি করতে পারবে না।

৮০% করোনা সংক্রমণেই লক্ষণ দেখে আগে বোঝা যাচ্ছে না, যা উদ্বেগজনক: আইসিএমআর

একটি টুইটে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ দেন কেবলমাত্র অত্যাবশ্যক সামগ্রীগুলি সরবরাহের অনুমতি ই-কমার্স সংস্থাগুলিকে দেওয়ার জন্য। তাঁর মতে এর ফলে ছোট ব্যবসায়ীদের জন্য একটি সুষম প্রতিযোগিতামূলক ক্ষেত্র প্রস্তুত হবে।

গত সপ্তাহে প্রধানমন্ত্রী জানিয়ে দেন, লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হচ্ছে। এদিকে সোমবার থেকে দেশের কিছু নির্বাচিত অংশে কোনও কোনও কাজের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে।

.