This Article is From Jun 02, 2020

অসমের কামাখ্যা মন্দিরের ইতিহাসে এই প্রথম বন্ধ অম্বুবাচী মেলা! করোনা আতঙ্কে বিশেষ সতর্কতা

এ বছর বার্ষিক মেলা ২২ জুন শুরু হওয়ার কথা ছিল। গত বছর এই মেলায় ভারত এবং বিদেশ থেকে আনুমানিক ২০ লক্ষ ভক্ত সমাগম ঘটেছিল।

অসমের কামাখ্যা মন্দিরের ইতিহাসে এই প্রথম বন্ধ অম্বুবাচী মেলা! করোনা আতঙ্কে বিশেষ সতর্কতা

গুয়াহাটির নীলাচল পাহাড়ের বিখ্যাত কামাখ্যা মন্দির ৩০ জুন অবধি বন্ধ থাকবে

হাইলাইটস

  • ৩০ জুন অবধি পুজো ও প্রার্থনার জন্য মন্দির না খোলার সিদ্ধান্ত কর্তৃপক্ষের
  • অম্বুবাচী মেলাও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কামাখ্যা মন্দির পরিচালন কমিটি
  • এ বছর বার্ষিক মেলা ২২ জুন শুরু হওয়ার কথা ছিল
Guwahati:

দেশে বহু জায়গায় মন্দির-মসজিদ-গির্জা খোলা শুরু করলেও গুয়াহাটির নীলাচল পাহাড়ের বিখ্যাত কামাখ্যা মন্দির ৩০ জুন অবধি বন্ধ থাকবে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে। কেন্দ্র এবং অসম সরকার করোনাভাইরাস মহামারীর মধ্যেই ৮ জুন থেকে উপাসনার স্থান ফের খোলা অনুমতি দিয়েছে। কিন্তু সতর্কতার কথা মাথায় রেখে, সমাগম এড়াতে এবার বিখ্যাত অম্বুবাচী মেলাও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কামাখ্যা মন্দির পরিচালন কমিটি।

মন্দির পরিচালন কমিটি জানিয়েছে যে অসমে কোভিডি-১৯ সংক্রমণের সংখ্যা বাড়ছে ক্রমশ। সেই কারণেই ৩০ জুন অবধি পুজো ও প্রার্থনার জন্য মন্দির না খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

যেহেতু মূল মন্দির বন্ধ থাকবে, তাই ১৭ শতকের পর থেকে মন্দিরের ইতিহাসে এই প্রথম বার্ষিক অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হবে না বলেই পরিচালন কমিটি জানিয়েছে।

এ বছর বার্ষিক মেলা ২২ জুন শুরু হওয়ার কথা ছিল। গত বছর এই মেলায় ভারত এবং বিদেশ থেকে আনুমানিক ২০ লক্ষ ভক্ত সমাগম ঘটেছিল।

মন্দির পরিচালন কমিটি জানিয়েছে যে মন্দির বন্ধ থাকাকালীন কেবলমাত্র নির্দিষ্ট আচার অনুষ্ঠান পালন করা হবে। অসমে কোভিড-১৯ সতর্কতা জারির পরে কর্তৃপক্ষ ২০ মার্চ মন্দিরটি বন্ধ করে দেয়।

অসমে সোমবার করোনাভাইরাস সংক্রমণের নতুন ২৯ টি ঘটনা মিলেছে। যদিও এই রাজ্যে সংক্রমণের তুলনায় আরোগ্যলাভের সংখ্যাই বেশি। একই দিনে ৯২ জন ব্যক্তি অত্যন্ত সংক্রামক এই রোগ থেকে মুক্তি লাভ করেছেন।

রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,৩৯৯।

.