This Article is From Jul 05, 2020

"আমেরিকা লাভস ইন্ডিয়া", সৌজন্য টুইট মার্কিন প্রেসিডেন্টের

সেদিন সাউথ ডাকোটার স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানেও  যোগ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

আমেরিকার ২৪৪ তম স্বাদীনতা দিবসে মার্কিন প্রেসিডেন্টকে শুভেচ্ছাবার্তা পাঠান প্রধানমন্ত্রী।

ওয়াশিংটন ডিসি:

৪ জুলাই, শনিবার ছিল আমেরিকার ইন্ডেপেনডেন্স ডে (US Independence Day)। সে দেশের স্বাধীনতার ২৪৪তম বছর। তাই মার্কিন প্রেসিডেন্ট ও মার্কিনীদের শুভেচ্ছা জানাতে  টুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi wishes)। প্রধানমন্ত্রী লেখেন, "বিশ্বের অন্যতম বৃহৎ গণতন্ত্র এবং তাঁর মানুষকে শুভেচ্ছা।" সেই টুইটে তিনি মার্কিন প্রেসিডেন্টকেও (President Trump) উল্লেখ করেন। সেই টুইটেরর পাল্টা মার্কিন প্রেসিডেন্ট লেখেন, "ধন্যবাদ বন্ধু! আমেরিকা এস লাভস ইন্ডিয়া।" দেখুন প্রধানমন্ত্রীর মোদির টুইট:

সেদিন সাউথ ডাকোটার স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানেও  যোগ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

.