ইন্টারনেটের সবথেকে জনপ্রিয় বিড়ালদের মধ্যে একজন ছিল "Lil Bub,"
আমেরিকা: দুষ্টু মিষ্টি জিভ আর বড় বড় চোখ ।হ্যাঁ অত্যন্ত জনপ্রিয় বিড়াল লিল বব (Lil Bub)র কথাই বলছি। ৮ বছর বয়সে রবিবার মৃত্যু হয় তার । সোশ্যাল মিডিয়ায় তার লক্ষাধিক ফলোয়ার ছিল। সোমবার তার মৃত্যুর খবর সবাইকে জানায় তার মালিক।
ইন্টারনেটের সবথেকে জনপ্রিয় বিড়ালদের মধ্যে একজন ছিল "Lil Bub," অসুস্থ ছিল,হাড়ের সংক্রমণে জর্জরিত ছিল সে। নিজের দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াই করছিল, কিন্তু আট বছর বয়সে রবিবার সকালে চিরঘুমের দেশে চলে গেল।
তার মালিক Bidabski জানিয়েছেন পশু চ্যারিটির জন্য Bub সারাজীবন ধরে 7 লাখ ডলার উপার্জন করতে সাহায্য করেছিলেন।
ইন্ডিয়ানার একটি আবর্জনার মধ্যে থেকে Bub কে পেয়েছিলেন Bidabski র একজন বন্ধু। তারপর নিজের সঙ্গে নিয়ে এসেছিলেন Bub কে।
দেখুন Lil Bub র বেশ কিছু জনপ্রিয় ছবি
Click for more
trending news