পোর্ট ব্লেয়ার: ন্যাশনাল কমিশন ফর শিডিউলড ট্রাইবসের পক্ষ থেকে জানানো হল, গত মাসে আন্দামানের সেন্টিনেল আদিবাসীদের হাতে প্রাণ হারানো মার্কিন পর্যটক একটি 'পরিকল্পিত অ্যাডভেঞ্চার'-এর কথা ভেবেছিলেন। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে সেন্টিনেলদের মতোই একাধিক আদিবাসী রয়েছে। যাদের সঙ্গে বাইরের দুনিয়ার কোনও যোগাযোগ নেই। কমিশনের চেয়ারপার্সন নন্দকুমার সাই মঙ্গলবার পোর্ট ব্লেয়ারে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা বলেন।
রাজ্যে আসছেন মোদী, ১৬ তারিখ শিলিগুড়িতে জনসভা
"প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, মার্কিন পর্যটক জন অ্যালেন চাউ যথেষ্ট পরিকল্পনা করে অ্যাডভেঞ্চারের লক্ষ্যেই গিয়েছিলেন ওই দ্বীপে। যদিও তদন্ত এখনও চলছে", জানান তিনি।
নির্দেশ অমান্য করে রবীন্দ্র সরোবরে ছটের উৎসব, আদালতের অবমাননার অভিযোগ দায়ের
কয়েকজন মৎস্যজীবীর সহায়তায় আন্দামানের বিপজ্জনক নর্থ সেন্টিনেল আইল্যান্ডে পৌঁছানোর পর ২৭ বছরের জন অ্যালেন চাউ বাইরের জগতের সঙ্গে সম্পর্ক না রাখা ওখানকার বাসিন্দাদের হাতে প্রাণ হারান।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)