This Article is From Feb 28, 2019

ভারত এবং পাকিস্তানের থেকে কিছুটা ভালো খবর পাওয়া গিয়েছে: ট্রাম্প

 ভারত এবং পাকিস্তানের  থেকে কিছুটা ভালো খবর  পাওয়া গিয়েছে।  এমনই মন্তব্য করলেন মার্কিন রাষ্ট্রপতি  ডোনাল্ড ট্রাম্প।

ভারত এবং পাকিস্তানের  থেকে কিছুটা ভালো খবর  পাওয়া গিয়েছে: ট্রাম্প

উত্তর কোরিয়ার একনায়ক  কিম  জং উনের সঙ্গে বৈঠকের পর এ কথাই জানালেন ট্রাম্প

হাইলাইটস

  • ভারত এবং পাকিস্তানের থেকে কিছুটা ভালো খবর পাওয়া গিয়েছেঃ ট্রাম্প
  • কিম জং উনের সঙ্গে বৈঠকের পর এ কথাই জানালেন তিনি
  • সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এর আগে দুবার মন্তব্য করেছে ট্রাম্প প্রশাসন

ভারত এবং পাকিস্তানের  থেকে কিছুটা ভালো খবর  পাওয়া গিয়েছে।  এমনই মন্তব্য করলেন মার্কিন রাষ্ট্রপতি  ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার একনায়ক  কিম  জং উনের সঙ্গে বৈঠকের পর এ কথাই জানালেন তিনি।  ভারত এবং পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এর আগে দুবার মন্তব্য করেছে ট্রাম্প প্রশাসন।কাশ্মীরে জঙ্গি হানার পর ট্রাম্প নিজে বলেছিলেন এটি একটি ভয়াবহ ব্যাপার।  তার আগে তাঁর   প্রশাসনের তরফে বলা হয় ভারতের আত্মরক্ষার  অধিকার আছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মাঝে  ইসলামাবাদকে  দু'দুবার কড়া বার্তা দিয়েছে আমেরিকা। এবার এ নিয়ে প্রতিক্রিয়া দিলেন আমেরিকায় নিযুক্ত  পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মাজীদ খান।  তিনি বলেন, ভারতের এয়ার স্ট্রাইকের নিন্দা করেনি আমেরিকা। এখান থেকেই বোঝা যাচ্ছে  ভারতের বক্তব্যকেই প্রাধান্য দিচ্ছে হোয়াইট হাউজ।

আমেরিকার কথা শুনে মনে হচ্ছে ভারতের বক্তব্যকেই প্রাধান্য দেওয়া হচ্ছে: পাক রাষ্ট্রদূত

এর আগে  আজ-ই পাকিস্তানকে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের নিয়ম পালন  করার কথা বলেছে ট্রাম্প প্রশাসন। পুলওয়ামার হামলা  দায় আগেই স্বীকার করেছিল জইশ- ই- মহম্মদ।এ সংক্রান্ত একাধিক প্রমাণ বুধবার ইসলামাবাদের হাতে তুলে দেয় ভারত। আর তারপরই পাকিস্তানকে  নিরাপত্তা পরিষদের সাধরণ নিয়মের কথা মনে  করিয়ে  দিয়েছে আমেরিকা। ওই নিয়মে  স্পষ্ট ভাবে বলা  আছে নিজেদের দেশের মাটিকে সন্ত্রাসবাদীরা যাতে কোনওভাবেই  কাজে লাগাতে  না পারে তার জন্য ব্যবস্থা নিতে হবে। ট্রাম্প প্রশাসনের এক মুখপাত্র জানিয়েছেন,  ১৪ ফেব্রুয়ারি ভারতে যে কায়দায় সন্ত্রাস হয়েছে তা গোটা এলাকার নিরাপত্তাকেই প্রশ্ন  চিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এমতাবস্থায় আমরা চাইব নিরাপত্তা পরিষদের সাধারণ নিয়ম মনে  রাখুক  পাকিস্তান।

.