This Article is From Oct 27, 2019

বড় ঘোষণা করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প, আইসিসের বিরুদ্ধে হতে পারে অভিযান

আমেরিকান আউটলেট ‘নিউজউইক’-এর মতে, ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আইসিসের বিরুদ্ধে বিশেষ অভিযানের সম্মতি দিয়েছেন। অভিযানের লক্ষ্য আবু বকর অল বাগদাদি।

বড় ঘোষণা করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প, আইসিসের বিরুদ্ধে হতে পারে অভিযান

ডোনাল্ড ট্রাম্পের টুইট ও হোয়াইট হাউসের ঘোষণা ঘিরে জল্পনা।

নয়াদিল্লি:

রবিবার সকালে কোনও বড় ঘোষণা করতে পারেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শনিবার রাতে একথা জানিয়েছে হোয়াইট হাউস। অসমর্থিত সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সিরিয়ায় আইসিসের (ISIS) বিরুদ্ধে কোনও সামরিক অভিযান চালাতে পারে আমেরিকা। হোয়াইট হাউসের (White House ) উপ সংবাদমাধ্যম সচিব বোগান গিডলি জানিয়েছেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি আগামীকাল সকাল ৯টায় একটি বড় ঘোষণা করতে চলেছেন।'' ডোনাল্ড ট্রাম্প কী নিয়ে ঘোষণা করতে পারেন সে সম্পর্কে কোনও ইঙ্গিত অবশ্য তিনি দেননি। কোনও রকম বিস্তারিত বিবরণই তিনি দেননি। এর আগে ডোনাল্ড ট্রাম্প টুইটে জানিয়েছিল‌েন ‘‘খুব বড় কিছু এইমাত্র ঘটল!'' তিনিও কিছু ভেঙে বলেননি।

Cyclone Kyarr: ডুবন্ত বোট থেকে ১৭ মৎস্যজীবীকে উদ্ধার ভারতীয় নৌবাহি‌নীর

আমেরিকান আউটলেট ‘নিউজউইক'-এর মতে, ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আইসিসের বিরুদ্ধে বিশেষ অভিযানের সম্মতি দিয়েছেন। অভিযানের লক্ষ্য আবু বকর অল বাগদাদি।

সংবাদ সংস্থা এএফপির তরফে যোগাযোগ করা হলে পেন্টাগ‌ন এই নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি।

.