This Article is From Jan 10, 2020

বয়কট 'জলাঞ্জলি', 'Chhapaak'-এর স্পেশ্যাল স্ক্রিনিং আয়োজনে অখিলেশ

লখনউয়ের Samajwadi Party-র সদস্যদের জন্য স্পেশ্যাল স্ক্রিনিংয়ের আয়োজন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী Akhilesh Yadav।

বয়কট 'জলাঞ্জলি', 'Chhapaak'-এর স্পেশ্যাল স্ক্রিনিং আয়োজনে অখিলেশ

মঙ্গলবার ক্যাম্পাসে যান দীপিকা

লখনউ:

ফের জয় 'পদ্মাবত' অভিনেত্রীর। আক্রান্ত ছাত্রদের সমর্থনে দিল্লির JNU চত্বরে মঙ্গলবার পা রেখেছিলেন Deepika Padukone। পুরোটাই ছবির প্রচারের স্বার্থে---এমন ধুয়ো তুলে তাঁর প্রথম প্রযোজিত ছবি 'Chhapaak' বয়কটের ডাক দিয়েছিল বিভিন্ন রাজনৈতিক মহল এবং নেটিজেন। সেই ডাককে কার্যত উড়িয়ে দিয়ে লখনউয়ের Samajwadi Party-র সদস্যদের জন্য স্পেশ্যাল স্ক্রিনিংয়ের আয়োজন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী Akhilesh Yadav। সোশ্যাল মিডিয়ার সমস্ত আক্রমণ জলাঞ্জলি দিয়ে তাঁর এই পদক্ষেপ খোলাখুলি সমর্থন জানাল দীপিকাকে।  

Chhapaak Movie Review: হিন্দি সিনেমার নয়া মাইলস্টোন গড়লেন দীপিকা পাডুকোন-মেঘনা গুলজার!

দলের পক্ষ থেকে এবিষয়ে জানানো হয়েছে, সবাই ছবিটি দেখেছেন। কারণ, এই সমস্যা তাঁদের রাজ্যেও একাধিকবার ঘটেছে। স্বয়ং মুখ্যমন্ত্রী বিব্রত এই সমস্যার জেরে। অ্যাসিড আক্রান্তদের জন্য তিনি নিজেও উদ্বিগ্ন। তাই অ্যাসিড আক্রান্তদের কথা ভেবেই তিনি লখনউতে শেরোস হ্যাঙ্গআউট ক্যাফে তৈরি করেছেন। এখানেই ৫ জানুয়ারি অ্যাসিড আক্রান্তদের নিয়ে জন্মদিন পালন করেন দীপিকা পাড়ুকোন।

'ওঁর বাবাও দেশের গর্ব', দীপিকাকে প্রকাশ্যে সমর্থন অনুভবের

এদিকে, সমাজবাদী পার্টির পাশাপাশি Chhapaak সমর্থন পেয়েছে উত্তরপ্রদেশের কংগ্রেসেরও। দলীয় নেতা শৈলেন্দ্র তিওয়ারি শহরের সর্বত্র ছবির পোস্টার ছড়িয়ে দিয়েছেন। এবং শহরবাসীদের কাছে ছবিটি দেখার জন্য বিশেষ অনুরোধ রেখেছেন। দীপিকাকে সমর্থন জানিয়ে সমর্থন এসেছে অন্য রাজ্য থেকেও। মধ্যপ্রদেশে এবং ছত্তিশগড়ে ছবিটিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, উভয় রাজ্যই কংগ্রেস শাসিত। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ টুইটে জানান, অ্যাসিড আক্রান্তের জীবনী নিয়ে ছবি দীপিকা পাড়ুকোনের। এই ছবি সমাজে ঘটে চলা অন্যায়ের প্রতিবাদ-স্বরূপ। ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি। সবাই যাতে দেখতে পারেন তার জন্য করমুক্ত ঘোষণা করা হল। 

বায়োপিকে অ্যাসিড আক্রান্ত, তারায় তারায় খচিত 'ছপাক'-এর প্রিমিয়ার

মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের কথাতেও একই সুর। তিনি বলেন, দেশের নারীদের ওপর ক্রমাগত ঘটে যাওয়া অন্যায়ের জ্বলন্ত প্রতিবাদ এই ছবি। তাই Chhapaak দেখা উচিত সমাজের সমস্ত মানুষের। নারী-পুরুষ নির্বিবেশে। এতে যদি, ঘুম ভাঙে সমাজের। নারী-ও যে সবার আগে মানুষ, এটা অন্তত বুঝুক সবাই। প্রসঙ্গত, অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবন নিয়ে ছপাক পরিচালনা করেছেন মেঘনা গুলজার। ছবিটি প্রযোজনা করে এই প্রথম প্রোডাকশনে পা রাখলেন দীপিকা। তিনিই এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।

'সিনেমার 'মস্তানি'র মতো কাজ করতে যাওয়া উচিত নয় দীপিকা পাডুকোনের': বিজেপি নেতা

নাগরিকত্ব আইন নিয়ে নীরব থাকলেও  হঠাৎই গত মঙ্গলবার জেএনইউ চত্বরে পা রাখেন দীপিকা। তার ঠিক দু-দিন আগে মুখোশধারী আততায়ীদের হাতে আক্রান্ত হন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষকেরা। তাঁদের সমর্থনে তিনি অংশ নেন মিনিট পনেরোর একটি সমাবেশে। মুখে কিছু না বললেও করজোড়ে তিনি সমর্থন  জানান ছাত্র সংগঠনের সভাপতি ঐশী ঘোষকে। এরপরেই সোশ্যালে ছড়াতে থাকে, তাঁর এই উপস্থিতি নিছকই ছবির ব্যবসার স্বার্থে। এই মত সমর্থন করে একটি ছবিও পোস্ট করেন বিজেপির মুখপাত্র Tajinder Pal Singh Bagga। তাঁর দাবি, নিজের ছবি ব্যান করার জন্যই নাকি তিনি করজোড়ে দাঁড়িয়ে ছিলেন ঐশী ঘোষের পেছনে।

.