This Article is From Dec 14, 2019

"উত্তর কোরিয়ায় চলে যান": নাগরিক আইনের বিক্ষোভকারীদের উদ্দেশে ফের বেসামাল তথাগত রায়!

শুক্রবার তথাগত বলেন যারা ‘বিভাজনমূলক গণতন্ত্র’ (divisive democracy) চান না তাদের উত্তর কোরিয়ায় চলে যাওয়া উচিৎ।”

শুক্রবার তথাগত বলেন, “গণতন্ত্র স্বভাবগতভাবেই বিভাজক"

শিলং:

ফের নতুন বিতর্ক উস্কে দিলেন মেঘালয়ের রাজ্যপাল (Meghalaya Governor) তথাগত রায় (Tathagata Roy)। নাগরিক আইনের বিরুদ্ধাচারীদের বাইরের দেশে চলে যেতে বলার নিদান দিয়েছেন তিনি। শুক্রবার তথাগত বলেন যারা ‘বিভাজনমূলক গণতন্ত্র' (divisive democracy) চান না তাদের উত্তর কোরিয়ায় চলে যাওয়া উচিৎ। “গণতন্ত্র স্বভাবগতভাবেই বিভাজক। আপনারা যদি এরম না চান তবে উত্তর কোরিয়ায় চলে যান,” টুইট করেন তথাগত রায়। টুইটে তথাগত লেখেন, “বর্তমান বিতর্কের পরিবেশে দুটি বিষয় কখনও ভুলে যাওয়া উচিত নয়। ১. একসময় ধর্মের নামেই দেশটি বিভক্ত হয়েছিল। ২. গণতন্ত্র স্বভাবগতভাবেই বিভাজক। আপনি যদি এরম না চান তাহলে উত্তর কোরিয়ায় চলে যান।”

 হিংসায় উন্মত্ত উত্তর-পূর্ব ভারত, ভ্রমণে সতর্কতা জারি আমেরিকার

নাগরিকত্ব বিলের প্রতিবাদে মধ্যেই শিলং সফর বাতিল অমিত শাহের

নাগরিক আইনের বিরুদ্ধে প্রতিবাদকারীরা শুক্রবার রাজভবনের প্রবেশ মুখে পৌঁছেও বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীরা রাজভবনের নিরাপত্তা লঙ্ঘনের চেষ্টা করলে উত্তপ্ত হয় পরিস্থিতি। বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ এবং ব্যবহৃত হয় টিয়ার গ্যাসও। বেশ কয়েকজন বিক্ষোভকারী গুরুতর আহত হন এই বিক্ষোভের জেরে। এই ঘটনায় দুইজন পুলিশকর্মীও আহত হয়েছেন।

বাইরের মানুষদের রাজ্যে প্রবেশের ক্ষেত্রে বাধ্যতামূলক নিবন্ধীকরণ এবং একই সঙ্গে কেন্দ্রের রাজ্যে ইনার লাইন পারমিট বাস্তবায়নের প্রস্তাবিত অধ্যাদেশের বিষয়ে রাজ্যপালের সম্মতি দাবি করেন বিক্ষোভকারীরা। উত্তর কোরিয়ায় একনায়কতন্ত্রের প্রধান হলেন কিম জং-উন।

.