একাধিক ছাড় দেওয়া হল কর্পোরেট করে।
নয়া দিল্লি: করোনা সংক্রমণ (Covid-19) বিপর্যয়ের মধ্যেই দেশের আর্থিক ভারসাম্য স্থিতিশীল রাখতে সাংবাদিক বৈঠক করল অর্থমন্ত্রক (Finance Ministry)। বিপর্যয়ের পরে আর্থিক প্যাকেজের ঘোষণা করা যায় কিনা, পর্যালোচনা করেছে মন্ত্রক। একাধিক ছাড় দেওয়া হল কর্পোরেট করে (Easing Corporate Tax)। ২০১৮-১৯ অর্থ বর্ষে এখনও যারা আইটি রিটার্ন করেননি, সেই মেয়াদ বাড়ানো হয়েছে। ৩০ জুনের মধ্যে সেই রিটার্ন ফাইল করতে হবে। প্যান আর আধার সংযুক্তি ৩০ জুন অবধি বাড়ানো হবে। যে সংস্থা এখনও টিডিএস (TDS) জমা করেনি, তাদের জরিমানা ১৮% থেকে কমিয়ে ৯% করা হয়েছে। মাঝারি ও ক্ষুদ্র শিল্প যাদের বার্ষিক আয় ৫ কোটির নীচে, জিএসটি দাখিলে তাদের ছাড় দেওয়া হবে। নির্ধারিত সময়সীমার পর সেই সংস্থাগুলো জিএসটি দাখিল করলে দিতে হবে না জরিমানা খাতে অতিরিক্ত সুদ। এর ফলে ক্ষুদ্র-অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কিছু সুরাহা মিলবে। ৫ কোটির ওপর যাদের বার্ষিক আয় তাদের লেট ফি হিসেবে ৯% সুদ হিসেবে জরিমানা ধার্য হবে। মার্চ-মে, ত্রৈমাসিকে জিএসটি পরিশোধের সময় ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থ মন্ত্রী বলেছেন (Nirmala Sitharaman), আয়কর ছাড়ের সুবিধা দিতে নিয়ামক আইনে ছাড় আনতে চলেছে মন্ত্রক। জানা গিয়েছে, করোনা মহামারীর প্রভাবে ভারতীয় অর্থব্যবস্থাকে পোক্ত রাখতে যৌথভাবে কাজ করছে আরবিআই ও অর্থমন্ত্রক।
মৃত্যুদূত করোনার তাণ্ডব বাড়ছে, রাজ্যে মারণ ভাইরাসে আক্রান্ত আরও ২
অর্থ মন্ত্রক সূত্রে খবর, মাঝারি ও খুচরো শিল্পকে বাঁচাতে একাধিক পদক্ষেপ নিয়েছে অর্থমন্ত্রক। জিএসটি পরিশোধের সময়সীমা বৃদ্ধি, বার্ষিক লাভের ওপর ভিত্তি করে সুদ পরিমার্জনের মতো বিষয়গুলো আছে। সংস্থাগুলোর আবশ্যিক বোর্ড মিটিংয়ে কিছু ছাড় দিয়েছে মন্ত্রক। দুটি ত্রৈমাসিকের হিসেবে ৬০ দিন বাড়ানো হয়েছে এই মিটিং আয়োজনের সীমা। আগে প্রতি ত্রৈমাসিকে দুটি বোর্ড মিটিং বাধ্যতামুলক ছিল। মৎস্যজীবীদের জন্য চেন্নাইতে বুকিং হার ছাড়াই কোয়ারান্টাইন কেন্দ্র চালু করা হয়েছে। ছাড় দেওয়া হয়েছে শুল্ক প্রদানেও। এমআইসি, আইবিএ আইনে লঘু করা হয়েছে ধারা। ডেবিট কার্ডের গ্রাহকেরা যে কোনও ব্যাঙ্ক থেকে আগামী ৯০দিনে বিনা চার্জে যতখুশি টাকা তুলতে পারবেন। এর আগে হোম ব্যাঙ্কের বাইরে অন্য ব্যাঙ্কের এটিএম থেকে তিন বারের বেশি টাকা তুললে, বসত চার্জ। হোম ব্যাঙ্ক এটিএম-এর সর্বোচ্চ সীমা ছিল ৫। সেই সীমারেখা আগামী তিন মাসের জন্য তুলে দেওয়া হল। এদিন জানাল অর্থমন্ত্রক। অনলাইন ব্যাঙ্কিংয়ে কমানো হয়েছে ধার্য করের হার। অর্থ মন্ত্রকের আবেদন, প্রয়োজন ছাড়া ব্যাঙ্কে যাবেন না। অনলাইন লেনদেন করুন, ইউপিআই লেনদেন করুন। রাখতে হবে না ন্যূনতম অর্থ আমানতী (মিনিমাম ব্যালেন্স)। তুলে দেওয়া হয়েছে ডেবিট কার্ডে অন্য এটিএম থেকে টাকা তোলার ওপর চার্জও।