This Article is From Mar 04, 2020

আর খাবেন! ঠেলা করে ছোলে-ভাটুরে বিক্রি, নালার জলে ধোয়া হচ্ছে এঁটো বাসন, দেখুন সেই ভিডিও

রাস্তার ধারে ঠেলা নিয়ে ছোলে-ভাটুরে আর পোলাউ বিক্রি করছেন দুই যুবক। এক যুবক গ্রাহক সামলাতে ব্যস্ত। আর একজন এঁটো বাসন ধুচ্ছেন নালার জলে!

আর খাবেন! ঠেলা করে ছোলে-ভাটুরে বিক্রি, নালার জলে ধোয়া হচ্ছে এঁটো বাসন, দেখুন সেই ভিডিও

ঠেলা গাড়িতে ছোলে-ভাটুরে! নালার জলে ধোঁয়া হচ্ছে এঁটো বাসন! দেখুন সেই ভাইরাল ভিডিও।

হাইলাইটস

  • রাস্তার ধারে ঠেলায় ছোলে-ভাটুরে আর পোলাউ বিক্রি
  • এঁটো বাসন ধোয়া হচ্ছে নালার জলে
  • সাম্প্রতিক ভাইরাল এই ভিডিও দেখে নেটিজেনদের চোখ কপালে

করোনা ভাইরাসে (Corona Outbreak) বিশ্বে মৃত প্রায় ৩০০০। চিনেই সেই সংখ্যা প্রায় ২৮০০। ভারতে এখনও পর্যন্ত ২৮ জনের দেহে করোনা সংক্রমণের চিহ্ন মিলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বলেছে, সজাগ, সতর্ক এবং সচেতন নাগরিক করোনার যম। একই পথ্য প্রযোজ্য রাস্তার খাবার স্ট্রিট ফুডের ওপর নির্ভরশীল যারা। কিন্তু সাম্প্রতিক একটা ভিডিও (Viral Video on Street Food) উদ্বেগ বাড়িয়েছে নেটিজেনদের। যাতে দেখা গিয়েছে, রাস্তার ধারে ঠেলা নিয়ে ছোলে-ভাটুরে আর পোলাউ বিক্রি করছেন দুই যুবক। এক যুবক গ্রাহক সামলাতে ব্যস্ত। আর একজন এঁটো বাসন ধুচ্ছেন নালার জলে (Washing Dish with Drainage Water)! সেই দৃশ্য দেখেই শিহরিত নেটিজেনরা। বিশেষ করে রাস্তার খাবারের ওপর যাদের নির্ভর করতে হয়, তাঁদের তো চক্ষু একেবারে চড়কগাছ। জগজিৎ সিং নামে এক যুবকের শেয়ার করা এই ভিডিওতে স্ট্রিট ফুড লাভার্স নামে এক সংগঠনের মন্তব্য, "আপনি যদি রাস্তার খাবারের ভক্ত হয়ে থাকেন, তাহলে করোনা নিয়ে উদ্বিগ্ন হবেন না। ভারতে করোনা কিছুএ করতে পারবে না!" শেয়ার করার পরমুহূর্তেই সেই ভিডিও প্রায় ৪ হাজার শেয়ার এবং ৫০০-র মতো মন্তব্য পেয়েছে।  

দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৮, তার মধ্যে ১৬ জন ইতালিয় পর্যটক

দেখুন সেই ভিডিও:

এদিকে, করোনা ভাইরাসের সঙ্গে লড়তে একাধিক পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। 

সমস্ত আন্তর্জাতিক উড়ানের যাত্রীদেরই করোনা ভাইরাসের পরীক্ষা করা হবে: কেন্দ্র

দেখে নি সেই পরামর্শ:


* পরিষ্কার-পরিছন্ন থাকুন 
* বাইরে থেকে এলেই হাত ধুয়ে নিন 
* নোংরা হাত চোখে, নাকে, মুখে দেবেন না 
* অসুস্থ মানুষদের এড়িয়ে চলুন 
* নিজে অসুস্থ হলেও ঘরে থাকুন 
* হাঁচি-কাশি হলে মুখে হাত বা রুমাল চাপা দিন। পসে সেই রুমাল বা হাত ধুয়ে নিন  
* এন-৯৫ (N-95) মুখোশ ব্যবহার করুন
* যদি মনে করেন আপনি সেই ভাইরাসে আক্রান্ত। তবে মুখোশ পরে বেরিয়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। 

Click for more trending news


.