গোটা দেশে বহু উড়ান বাতিল করা হয়েছে
হাইলাইটস
- বিমান সংস্থাগুলি টিকিট বাতিল করার চার্জ বাড়িয়ে দিয়েছিল
- এয়ার ইন্ডিয়া জানায় ডিফেন্সে যুক্তদের বিমান বাতিলে অতিরিক্ত টাকা লাগবে না
- ৩১ মার্চ পর্যন্ত অমৃতসর জম্মু শ্রীনগর বিমানের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে
নিউ দিল্লি: লাইন অফ কন্ট্রোলের এবং পাকিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য বহু বিমান সংস্থা সশস্ত্র সেনা এবং অন্য যাত্রীদের জন্য তাদের বিমান ভাড়ায় ছাড় দিচ্ছে। এর ফলে সরকার উত্তর দিল্লির বিমানবন্দরে বুধবার বাণিজ্যিক কার্যকলাপ বন্ধ রাখতে বাধ্য হয়।
পাকিস্তানে আটকে থাকা ভারতীয় বায়ুসেনার পাইলটকে “দ্রুত এবং নিরাপদে” ফেরানোর দাবি তুলল ভারত
ইন্ডিগো এবং জেট এয়ারওয়েজের পরে বাকি বিমান সংস্থাগুলি টিকিট বাতিল করার চার্জ বাড়িয়ে দিয়েছিল। তা প্রায় তিন থেকে সাড়ে চার হাজার টাকা করে দেওয়া হয়েছিল কয়েক মাস আগে।
মার্চের প্রথম সপ্তাহে এয়ার ইন্ডিয়ার শ্রীনগরগামী এবং দিল্লি থেকে লেহ, লাদাখ, জম্মুর বিমানে ক্যাপ চার্জ ছিল ৫০০০ টাকা।
তার পরেই বাজেট কেরিয়ার এয়ার ইন্ডিয়া জানায় যে ডিফেন্স-এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে বিমান শেডিউল বাতিলের কোনও অতিরিক্ত টাকা লাগবে না। ৩১ মার্চ পর্যন্ত অমৃতসর জম্মু শ্রীনগর বিমানের ক্ষেত্রে সমস্ত টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।
একটি বিমান সূত্র জানাচ্ছে, এয়ার ইন্ডিয়া ক্যাপ নির্দিষ্ট করেছে দিল্লি থেকে শ্রীনগর, লেহ এবং জম্মুর সব যাত্রীর ক্ষেত্রে ৫০০০ টাকা।
এর ফলে সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের ইতিমধ্যেই বুক করে ফেলা বিমানে কোনওরকম অতিরিক্ত টাকা ছাড়াই পরিবর্তন করতে পারবেন।
উচ্চমাধ্যমিক পরীক্ষা: শিক্ষকরাও মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না, জানাল সরকার
গো এয়ার এর তরফে জানানো হয়েছে চণ্ডীগড় শ্রীনগর জম্মু থেকে আসা বা এই স্থানগুলোয় যাওয়ার জন্য যারা ১৫ই মার্চ পর্যন্ত বুকিং করেছিলেন তারা প্রয়োজনে টিকিট ক্যানসেল করতে পারেন, কোনও টাকা লাগবে না সে জন্য।
ভিস্টারা জানিয়েছে তারা কাস্টমারদের কোন শো ফি নেবেনা পুরো টাকাটাই ফেরত দেবে।
ইন্ডিগো জানিয়েছে, যে সব সেনারা ছুটিতে ছিলেন হঠাৎ করে ডিউটিতে যোগ দিতে বলা হয়েছে, তাদের কথা ভেবেই আমরা জিরো ক্যানসেলেশন ফি চালু করছি যাতে তারা দ্রুত নিজেদের ডিউটিতে যোগ দিতে পারেন।