কলকাতা: রেশন দুর্নীতির (Ration Scam in Bengal) প্রতিবাদ করে বামেদের প্রতিবাদ মিছিল। শনিবার এই মিছিল (Left protest Rally) থেকে শহরের মেজর আর্টিয়াল রোডে গ্রেফতার করা হয় বাম নেতাদের। গ্রেফতার হয়েছেন প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম (Md. Salim, Sujan Chakraborty), বিধায়ক সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র-সহ অন্য বাম নেতারা।এই মিছিলে এঁরা ছাড়াও ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ। এই মিছিলে ভঙ্গ করা হয়েছে লকডাউন বিধি (Amid Lockdown)। এই অভিযোগে গ্রেফতার করা হয় বাম নেতাদের। এমনটাই জানিয়েছে লালবাজার। জানা গিয়েছে, প্রায় ৫০ জনের জমায়েত থেকে রেড রোডে আয়োজন করা হয়েছিল এই মিছিল। স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দুরত্ব রেখে হাতে প্ল্যাকার্ড নিয়ে আয়োজন হয় এই মিছিলের। গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে সঠিক ভাবে পৌঁছে দেওয়া হচ্ছে না গরিবদের ঘরে চাল-ডাল। রেশন সামগ্রি অবৈধ ভাবে মজুত করে বাজারে তৈরি করা হচ্ছে কৃত্রিম অভাব। মুখ্যমন্ত্রী দাবি করলেও, রাজ্যর ১০০% মানুষ পাচ্ছেন না এই রেশন। এদিন এই দাবিগুলোকে সামনে রেখে প্রতিবাদে সরব হয়েছিলেন বাম নেতৃবৃন্দ।
করোনা সংক্রমণ ছড়াচ্ছে এই আশঙ্কায় 'সিল' করা হল কলকাতার বহু এলাকা
এদিকে, রেশন দুর্নীতির অভিযোগে সরব বিরোধী দলগুলো। গরিবের খাদ্য নিয়ে এই সঙ্কটের মুহূর্তেও দুর্নীতি। সম্প্রতি এ ভাষায় সরকারের সমালোচনা করেছে বাম-বিজেপি-কংগ্রেস। এই ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীও, নবান্ন সুত্রে এমনটাই খবর। সম্প্রতি তিনি নবান্নে সাংবাদিকদের সামনেই বলেছিলেন, ১০% মানুষ বাদে প্রত্যেকেই পাচ্ছেন রেশনের চাল-ডাল ও অন্য সামগ্রি। কিন্তু কেন বাদ সেই ১০% মানুষ? এই ক্ষোভ থেকে খানিকটা মুখমন্ত্রীর নির্দেশে সরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের খাদ্য সচিবকে। তাঁকে পাঠানো হয়েছে কম্পালসরি ওয়েটিংয়ে। রাজ্যে খুব দ্রুত খাদ্য সচিব নিয়োগ হবে, এমন ইঙ্গিত নবান্নে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
"পাশে আছি", করোনা-আঁধারের মধ্যেই ভারতকে আশার আলো দেখাচ্ছে সুইস আল্পস
যদিও তিনি রেশন সামগ্রি বণ্টন নিয়ে রাজনীতি না করতে বারণ করেছেন বিরোধীদের। তবে, মুখ্যমন্ত্রীর ঘোষণার সঙ্গে বাস্তবের মিল নেই। অনেক পরিবার রেশন দোকানে লাইন দিয়েও পাচ্ছেন না প্রয়োজনীয় সামগ্রি, এই অভিযোগ বারংবার করেছে বিরোধী দলগুলো।