This Article is From Dec 23, 2018

লক্ষ্য শবরীমালা, প্রবল বিক্ষোভের মাঝেই বেস ক্যাম্পে এসে পৌঁছলেন ১১ মহিলা

আবারও শবরীমালা মন্দিরের পথে পা  বাড়ালেন বেশ কয়েকজন ঋতুমতি মহিলা। ভগবান আয়াপ্পার এই মন্দির থেকে প্রায় চার কিলোমিটার দূরে পাম্বা  বেস ক্যাম্পে পৌঁছেছেন ১১ জন মহিলা।

মহিলাদের প্রবেশ করতে  না  দেওয়ার ব্যাপারে কংগ্রেস এবং বিজেপিকে পাশে পেয়েছেন বিক্ষোভকারীরা।

হাইলাইটস

  • শবরীমালা মন্দিরের পথে পা বাড়ালেন বেশ কয়েকজন ঋতুমতি মহিলা
  • মন্দির থেকে প্রায় চার কিলোমিটার দূরে পাম্বা বেস ক্যাম্পে পৌঁছেছেন ১১ জন
  • ১১ জন মহিলা এলেও তাঁদের মধ্যে ৬ জন মন্দিরে যাবেন
পাম্বা ,কেরালা:

আবারও শবরীমালা মন্দিরের পথে পা  বাড়ালেন বেশ কয়েকজন ঋতুমতি মহিলা। ভগবান আয়াপ্পার এই মন্দির থেকে প্রায় চার কিলোমিটার দূরে পাম্বা  বেস ক্যাম্পে পৌঁছেছেন ১১ জন মহিলা। প্রথমে আসনে  ৬ জন। মাদুরাই থেকে  হাঁটতে হাঁটতে বেস ক্যাম্পে এসে পৌঁছন এই ক'জন। পরে আসেন  আরও পাঁচ জন। তবে  পরের পাঁচ জন এসেছেন সহমর্মিতার কারণে।  কিন্তু সমানতালে চলছে  বিক্ষোভ। দীর্ঘ দিনের রীতি ভেঙে কয়েকমাস আগে সুপ্রিম কোর্ট  নির্দেশ দিয়েছে মন্দিরে সব বয়সের মহিলারাই প্রবেশ করতে পারবেন। আগে ১০  থেকে ৫০ বছরের মধ্যে  বয়স এমন কোনও মহিলা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারতেন না।
                               

সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরও বহু মানুষ মনে  করেন  ঋতুমতি  মহিলাদের প্রবেশ করতে  দেওয়া  যাবে না। এই ব্যাপারটা নিয়েই গত কয়েকমাস ধরে  গোলমাল চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশকে  সামনে  রেখে বার বার মন্দির দর্শনের উদ্যোগ নিচ্ছেন মহিলারা। কিন্তু বিক্ষোভের মাঝে  ফিরে  আসতে  হচ্ছে তাঁদের। রায়  ঘোষণার পর পর হায়দরাবাদের এক মহিলা  সাংবাদিক সহ দুজন মন্দিরের একেবারে  সামনে  চলে  গিয়েছিলেন। কিন্তু ইতিহাস তৈরি করা হয়নি তাঁদের। মন্দিরের প্রধান পুরোহিত বলেন মহিলারা প্রবেশ করলে  তিনি পুজো বন্ধ করে দেবেন। সেভাবেই এবারও বিক্ষোভ হচ্ছে। কিন্তু মহিলারাও পুলিশ প্রশাসনকে  জানিয়েছেন দর্শন না করে ফিরবেন না।

সবরিমালা মন্দিরের দোড়গোড়ায় গিয়ে ফিরে আসা সাংবাদিক বললেন, গর্ব বোধ করছি

 

8luk9igg

এই মহিলাদের আরও বেশ কয়েকজন সঙ্গী আছেন। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং ওড়িশায় থাকা মহিলারাও মন্দিরে আসাবেন। সবমিলিয়ে সংখ্যাটা প্রায় পঞ্চাশ।

পাম্বার এক  পুলিশ আধিকারিক জানান ১১ জন মহিলা  এলেও তাঁদের মধ্যে  ৬ জন মন্দিরে  যাবেন। বাকিরা এখানেই থাকবেন। অন্যদিকে  বিক্ষোভ এড়িয়ে সুকৌশলে পাহাড়ের উপর থাকা মন্দিরে প্রবেশের চেষ্টা করছেন  মহিলারা।

এদিকে  মহিলাদের প্রবেশ করতে  না  দেওয়ার ব্যাপারে কংগ্রেস এবং বিজেপিকে পাশে পেয়েছেন বিক্ষোভকারীরা। সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচার দীপক মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দায়ের হয়েছে  ইতিমধ্যে। তাই সেই রায় আসার আগে  মহিলাদের প্রবেশের আপত্তি আছে  মূল ধারার রাজনৈতিক দলগুলির।

.