Read in English
This Article is From Feb 18, 2019

উত্তেজনার মাঝেই 'আলচনার জন্য' সে দেশের রাষ্ট্রদূত কে ফিরিয়ে নিল পাকিস্তান

কাশ্মীরের সাম্প্রতিক জঙ্গি হানার পর দুদেশের সম্পর্ক নতুন করে অবনতির দিকে গিয়েছে

Advertisement
অল ইন্ডিয়া

Highlights

  • উত্তেজনার মাঝেই সে দেশের রাষ্ট্রদূত কে ফিরিয়ে নিল পাকিস্তান
  • এই হানায় 40 জনেরও বেশি সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে
  • আজ সকালেই রাষ্ট্রদূত দিল্লি ছেড়েছেন বলে খবর
নিউ দিল্লি :

কাশ্মীরের সাম্প্রতিক জঙ্গি হানার পর দুদেশের সম্পর্ক নতুন করে অবনতির দিকে গিয়েছে। উত্তেজনার মাঝেই সে দেশের রাষ্ট্রদূত কে ফিরিয়ে নিল পাকিস্তান। গত বৃহস্পতিবার এই হানায় 40 জনেরও বেশি সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। হামলার দায় স্বীকার করেছে  জঙ্গি সংগঠন জইশ-ঈ-মহম্মদ। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল টুইটারে লিখেছেন ভারতে পাকিস্তানের রাষ্ট্রদূতকে আলোচনার জন্য ফিরে আসতে বলা হয়েছে।  আজ সকালেই তিনি দিল্লি ছেড়েছেন। গত সপ্তাহে পাকিস্তানে ভারতের রাষ্ট্রদূতকে দিল্লিতে ডেকে পাঠানো হয় ।  তার পরই পাক রাষ্ট্রদূত সোহেল মামুদকে ডেকে পাঠায় ভারত।

গুলির লড়াইয়ে নিহত চার জওয়ান, পুলওয়ামার সন্দেহভাজন বোমা প্রস্তুতকারীর মৃত্যু

 সূত্রের খবর ভারতের রাষ্ট্রদূত এবং পাকিস্তানের রাষ্ট্রদূত  উভয়ের মাধ্যমেই দিল্লি ইসলামাবাদ কে বিশেষ বার্তা পৌঁছে দিয়েছে।  বলেছে জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। একইভাবে আমেরিকাও কার্যত  হুঁশিয়ারির সুরে পাকিস্তানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে। এদেশের মাটি কে ব্যবহার করে কোনও ভাবেই সন্ত্রাসবাদ যাতে  মাথা তুলতে না পারে তা নিশ্চিত করতে বলেছে হোয়াইট হাউজ । পাশাপাশি বাণিজ্যিক কারণে দেওয়া মস্ট ফেভার্ড নেশনের তকমাও পাকিস্তানের নিয়েছে ভারত।  আর এই পদক্ষেপের ফলাফল হিসেবে পাকিস্তান থেকে দেশে আসা যে কোনও সামগ্রির ওপর শুল্ক ২০০ শতাংশ বাড়িয়েছে দিল্লি। এর পাশাপাশি অন্য ভাবেও পাকিস্তানের ওপর কূটনৈতিক চাপ বাড়াতে চাইছে  দিল্লি । মাসুদ আজহারকে রাষ্ট্রসঙ্ঘ স্বীকৃত জঙ্গি  তকমা দেওয়ার দাবি জানিয়েছে ভারত। ​

Advertisement

 

Advertisement