Read in English
This Article is From Feb 25, 2019

ফের সাবমেরিন মিসাইল পরীক্ষা করে আমেরিকার উপরে ‘চাপ বাড়ালো’ ইরান

তেহরান আগেও গাল্ফের অন্যতম তেল বাণিজ্যের পথ স্ট্রেইট অফ হরমুজ আটকে দেওয়ার হুমকি দিয়েছিল।

Advertisement
ওয়ার্ল্ড

ক্রুজ মিসাইল পরীক্ষা করল ইরান

Highlights

  • স্ট্রেইট অফ হরমুজের কাছে ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপন পরীক্ষা করল ইরান
  • ইরান গত অগস্টে একটি ছোট অ্যান্টি শিপ মিসাইল ড্রিল করেছিল
  • এক সিনিয়র আধিকারিক জানান, ইরান ‘শত্রুর চেষ্টা’ সম্পর্কে ওয়াকিবহাল
তেহরান:

আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্কের পরিস্থিতি এখনও বেশ ‘তপ্ত'। তারই মধ্যে রবিবার নৌ-অনুশীলনের সময়ে স্ট্রেইট অফ হরমুজের কাছে একটি ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপন পরীক্ষা করল ইরান।

তেহরান আগেও গাল্ফের অন্যতম তেল বাণিজ্যের পথ স্ট্রেইট অফ হরমুজ আটকে দেওয়ার হুমকি দিয়েছিল।

বিজেপির রাজ্য সভাপতির গাড়িতে পাথর, ক্ষতিগ্রস্ত গাড়ি

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরানে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্তের পরেই ইরান গত অগস্টে একটি ছোট অ্যান্টি শিপ মিসাইল ড্রিল করেছিল।

Advertisement

ইরানের অন্য সাবমেরিনগুলি ‘তারেক' ও ‘ফতে' একই কর্মক্ষমতা যুক্ত বলে আইআরএনএ-র তরফে মিলিটারি মন্তব্যে জানানো হয়েছে।

রেভোলিউশনারি গার্ড কম্যান্ডারদের তরফে এক সিনিয়র আধিকারিক জানান, ইরান ‘শত্রুর চেষ্টা' সম্পর্কে ওয়াকিবহাল। তারা চাইছে ইরানের মিসাইল প্রোগ্রামকে ক্ষমতাহীন করে দিতে, বলে তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে।

Advertisement

ফের ডিগবাজি পাকিস্তানের, জইশ কার্যালয়কে মাদ্রাসা বলল ইসলামাবাদ

রেভলিউশনারি গার্ডস এরোস্পেস ডিভিশনের প্রধান আমিরালি হাজিজাদেহ বলেন, ‘‘ওরা আমাদের মিসাইল পরীক্ষা প্রকল্পের ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু এখনও শুধু ওরা ব্যর্থই হয়েছে। কারণ আমরা আগে থেকেই ওদের উদ্দেশ্য বুঝে সাবধান হয়ে গিয়েছিলাম।

Advertisement

গত বছর মে মাসে ট্রাম্প তেহরানে পরমানু প্রোগ্রামের উপরে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন।

মিসাইল প্রোগ্রামে ইরানের ক্রমাগত প্রসার নিয়ে ইতিমধ্যেই দুশ্চিন্তা প্রকাশ করেছে আমেরিকা ও ইউরোপের দেশগুলি। যদিও তেহরান জানিয়েছে তাদের সুরক্ষা ব্যবস্থার প্রযোজনেই এই পরীক্ষাগুলি করা হচ্ছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement