পশ্চিমবঙ্গের জনগণকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানান বিজেপি প্রধান Amit Shah
কলকাতা: মঙ্গলবার কলকাতায় (Amit Shah in Kolkata) এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাগরিকপঞ্জিকরণ বা এনআরসি (NRC) সংক্রান্ত এক সমাবেশে বক্তব্য রাখলেন। ওই সমাবেশ থেকে তিনি (Amit Shah) রাজ্যবাসীকে দুর্গাপুজোর শুভেচ্ছাও জানান।
অমিত শাহের ভাষণের মূল বিষয়গুলি এখানে:
- গত লোকসভা নির্বাচনে বিজেপিকে প্রথমবারের মতো এককভাবে ৩০০ টি আসনের অঙ্ক পেরিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা ছিল পশ্চিমবঙ্গের । আমি এর জন্য বাংলার মানুষকে নমস্কার জানাই।
- বাংলার জনগণ বিজেপিকে ১৮ টি আসন দিয়ে পরিবর্তনের জন্য নিজেদের ইচ্ছাপ্রকাশ করেছেন। আমি নিশ্চিত যে পরবর্তী রাজ্য নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি বাংলায় সরকার গঠন করবে।
- বাংলায় বিজেপি কর্মীদের উপর হামলা থামেনি। আমি আপনাদের এই আশ্বাস দিতে চাই যে, আমাদের কর্মীদের রক্ত ঝরানোর ফল আসবে। সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি এখানে সরকার গঠন করবে।
- ওঁরা বোঝানোর চেষ্টা করছেন যে বিজেপি বাংলার বাইরের একটি দল, এটির সঙ্গে বাংলার কোনও যোগসূত্র নেই। অথচ যখন পুরো বঙ্গ পাকিস্তানে যাওয়ার কথা ছিল, সেই সময় (ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিভাজন আটকান এবং পশ্চিমবঙ্গকে আমাদের দেশের মধ্যে রেখে দেন।
- ধারা ৩৭০ এর অধীনে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদাকে বাতিল করে আমরা কাশ্মীরকে ভারতের একটি অবিচ্ছেদ্য অঙ্গ করে তুলেছি, এবং এটি ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি মোদি জির শ্রদ্ধার্ঘ।
- (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী) মমতা (বন্দ্যোপাধ্যায়) দি বলছেন যে এনআরসি লক্ষ লক্ষ হিন্দু জনগোষ্ঠীকে বাংলা ছাড়া করবে। এর চেয়ে বড় মিথ্যা আর কিছু হতে পারে না। আমি সমস্ত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন এবং খ্রিষ্টধর্মের মানুষদের এবং বিশেষত হিন্দুদের আশ্বস্ত করতে চাই কারণ তাঁরা সংখ্যায় সর্বোচ্চ, তাঁরা কখনোই দেশ ত্যাগ করতে বাধ্য হবেন না।
- এনআরসি-র আগে বিজেপি নাগরিকত্ব সংশোধনী বিল আনবে যা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন এবং খ্রিস্টানদের এদেশের পাকাপাকি নাগরিকত্ব দেবে। তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সাংসদরা নাগরিকত্ব সংশোধনী বিলকে রাজ্যসভায় পাস হতে দেননি।
- আমরাও রাজনীতি করি। কিন্তু ভারত মাতার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলির কথা বলতে গেলে আমরা দলের আগে দেশের কথা চিন্তা করি।
- আমি সমস্ত বিজেপি কর্মীদের উদ্দেশে আবেদন রাখছি যে তাঁরা যেন বাংলার প্রতিটি ঘরে ঘরে গিয়ে শরণার্থীদের বলেন যে তাঁরা পুরো সম্মান এবং অধিকার নিয়ে ভারতে থাকতে পারবেন।
- দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) বলছেন তিনি এখানে এনআরসি হতে দেবেন না। আমি আপনাদের প্রতিশ্রুতি দিতে চাই, আমরা একজন অনুপ্রবেশকারীকেও থাকতে দেব না। দিদি কমিউনিস্টদের পক্ষে ভোট দেওয়ার সময় এই একই লোকেদেরই বিরোধিতা করতেন। এখন যেহেতু তাঁরা তাঁর পক্ষে ভোট দিচ্ছেন তাই তিনি তাঁদের এখানে রাখতে চান।
- একজন শরণার্থীকেও যেতে হবে না, একজন অনুপ্রবেশকারীও থাকতে পারবেন না, এটা বিজেপির প্রতিশ্রুতি।
- বাংলা দেশকে সংগীতজ্ঞ, বিজ্ঞানী, ধর্মীয় চিন্তাবিদদের দিয়েছে এবং জাতীয় আন্দোলনও এখান থেকেই শুরু হয়েছিল। সেই সব দিনের কী হল? এই দিন দেখবো বলেই কি আমরা কমিউনিস্টদের সরিয়েছিলাম?
- বাংলায় এত দারিদ্র্য রয়েছে। অথচ মমতা দি আয়ুষ্মান ভারতকে রাজ্যে পৌঁছতে দেননি। মোদি জি জনপ্রিয় হয়ে উঠুক তা তিনি চান না, সেই কারণেই এখানে ওই স্বাস্থ্যপ্রকল্প আসতে দিচ্ছেন না তিনি। (আয়ুষ্মান ভারত হ'ল সার্বজনীন স্বাস্থ্য কভারেজ অর্জনের জন্য জাতীয় স্বাস্থ্য নীতি ২০১৭ অনুসারে প্রস্তাবিত কেন্দ্রের একটি অন্যতম বড় প্রকল্প)।
- মমতা জি, আপনি আমাদের যতই থামাতে চান না কেন, নরেন্দ্র মোদির নেতৃত্ব বিশ্ব স্বীকার করেছে এবং বাংলাও তা করবে। আপনি শুধু 'হাউডি, মোদি!' ইভেন্টটিই দেখুন । আমেরিকাতেও মোদিজিকে গ্রহণ করেছে সবাই।