தமிழில் படிக்க Read in English
This Article is From Sep 28, 2018

সর্দার প্যাটেলের মূর্তি নিয়ে মন্তব্য করায় রাহুলকে আক্রমণ করলেন অমিত শাহ

গুজরাটে তিন হাজার কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে  সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি। সেই মূর্তি প্রসঙ্গে খোঁচা দিয়েছেন কংগ্রেস সভাপতি

Advertisement
অল ইন্ডিয়া (with inputs from Agencies)

গুজরাটে তৈরি হচ্ছে সর্দার প্যাটেলের 182 মিটার  লম্বা এই মূর্তি।

Highlights

  • মন্তব্য করায় রাহুল গান্ধির সমালোচনায় সরব হলেন বিজেপি সভাপতি অমিত শাহ
  • গান্ধি পরিবার সর্দারকে অসম্মান করেছে দাবি বিজেপি সভাপতির
  • গুজরাটে নর্মদা বাঁধের কাছে তৈরি হচ্ছে 182 মিটার লম্বা এই মূর্তি
New Delhi:

গুজরাটে তিন হাজার কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে  সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি। সেই মূর্তি প্রসঙ্গে খোঁচা দিয়েছেন কংগ্রেস সভাপতি। বলেছেন এটিও হতে  চলেছে ‘ মেড ইন চায়না’। এই মন্তব্য করায় রাহুল গান্ধির সমালোচনায় সরব হলেন বিজেপি সভাপতি অমিত শাহ। টুইটারে বৃহস্পতিবার তিনি বলেন, ‘ তাঁর নামে ঐক্যের স্তম্ভ বানিয়ে গোটা দেশ যখন সর্দার বল্লভ ভাই প্যাটেলকে শ্রদ্ধা জানাচ্ছে তখন কংগ্রেস সভাপতি মিথ্যা কথা বলে প্রকল্পটিকে ছোট করে দেখানোর চেষ্টা করছে। লজ্জা!’ এরপর অতীত প্রসঙ্গ টেনে এনে অমিত লেখেন, ‘ রাহুলের পরিবার সর্দার প্যাটেলকে অসম্মান করেছে, তাঁর কথা দেশের মানুষের হৃদয় থেকে মুছে  দেওয়ার চেষ্টাও করেছে। যদিও তাতে তারা সফল হয়নি। ’

 

 

এর আগে রাহুল বলেছিলেন, আপনার ফোনটার  দিকে  তাকান, দেখুন লেখা আছে মেড ইন চায়না। জমা থেকে শুরু করে জুতোতেও সেটাই লেখা আছে। মোদীজি গুজরাটে সর্দার প্যাটেলের মূর্তি তৈরি করছেন। সেটাও হবে মেড ইন চায়না।  গুজরাটে নর্মদা বাঁধের কাছে  তৈরি হচ্ছে 182 মিটার  লম্বা এই মূর্তি।

Advertisement

(আইএ এনএস-এর তথ্য সংযোজিত হ  )

Advertisement