This Article is From Dec 16, 2019

“৪ মাসের মধ্যে অযোধ্যায় তৈরি হবে রামমন্দির”, ঝাড়খণ্ডে বললেন অমিত শাহ

জনসভায় তিনি প্রশ্ন তোলেন, “অযোধ্যায় কি বিরাট রামমন্দির হওয়া উচিত নয়”, সমবেত কন্ঠে উত্তর আসে “হ্যাঁ”

“৪ মাসের মধ্যে অযোধ্যায় তৈরি হবে রামমন্দির”, ঝাড়খণ্ডে বললেন অমিত শাহ

অযোধ্যায় (Ayodhya) গগনচুম্বী রামমন্দির (Ram Temple) নির্মাণে কাজ শুরু হবে চারমাসের মধ্যে, সোমবার ঝড়খণ্ডে নির্বাচনী প্রচারে এমনটাই প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) । ঝাড়খণ্ডের পাকুরে নির্বাচনী প্রচারে তিনি বলেন, “সুপ্রিম কোর্ট তার রায় দিয়েছে। এবার চারমাসের মধ্যে, অযোধ্যায় গগনচুম্বী রামমন্দির নির্মাণের কাজ শুরু হবে”। ৯ নভেম্বর অযোধ্যার মন্দির-মসজিদ রায়ে রামমন্দিরের জন্য ২.৭৭ একর জমি তুলে দেয় সুপ্রিম কোর্ট, পাশাপাশি মসজিদের জন্য ভাল এলাকায় ৫ একর জমি বরাদ্দের নির্দেশ দেয় শীর্ষ আদালত। মন্দির নির্মাণের জন্য একটি ট্রাস্ট তৈরি করতে সরকারকে ৩ মাস সময় দিয়েছে সুপ্রিম কোর্ট।  

কংগ্রেসের বিরুদ্ধে রামমন্দির নির্মাণের পথরুদ্ধ করার অভিযোগ তোলেন অমিত শাহ, পাশাপাশি আদালতে মামলাটি থামিয়ে রাখারও অভিযোগ তোলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কংগ্রেস “না দেশকে নিরাপদে রাখতে পারে, না নাগরিকদের আবেগকে সম্মান জানাতে পারে”। জনসভায় তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, “অযোধ্যায় কি বিরাট রামমন্দির হওয়া উচিত নয়”, সমবেত কন্ঠে উত্তর আসে “হ্যাঁ”।

.