This Article is From May 15, 2019

CRPF না থাকলে ওখান থেকে বেরানো মুশকিল হত: অমিত শাহ

কলকাতা: অমিত শাহের মিছিলে TMC চিত্র পরিষদের সাথে BJP কর্মীদের সংঘাত

CRPF না থাকলে ওখান থেকে বেরানো মুশকিল হত: অমিত শাহ

বিজেপির সভাপতি অমিত শাহ

নিউ দিল্লি:

Kolkata Clashes: কাল কলকাতার রাস্তায় বিজেপি সভাপতি অমিত শাহের মিছিলকে ঘিরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই ঘটনার পরে ভোটের মরশুমে একে অপরের ওপর আরোপের পরিমাণও কয়েক গুন বৃদ্ধি পেয়েছে।একদিকে তৃণমূলের সুপ্রিম মমতা ব্যানার্জি যেমন বিজেপিকে দায়ী করছে, তেমনি অমিত শাহ নিজে প্রেস কনফারেন্স করে সম্পূর্ণ ঘটনার বিবৃতি দিতে গিয়ে রাজ্য প্ৰশাসনকে অনেকটাই দায়ী করেছেন। অমিত শাহ জানিয়েছেন, রাজ্য প্রশাসনের কাছে সকাল থেকেই গন্ডগোল হওয়ার আভাস ছিল, কিন্তু তা সত্ত্বেও কোনো রকম পদক্ষেপ কেউ নেয়নি। সেই সাথে টিএমসি-র  কর্মীরা মূর্তি ভেঙে মিথ্যা অপবাদ দিচ্ছে বলে জানিয়েছন তিনি।

সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, ''ছয় দফায় ভোট গ্রহণ সম্পন্ন, কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়া কোনো স্থান থেকে কোনো রকম গন্ডগোলের খবর আসেনি।মমতা ব্যানার্জি বলছেন, বিজেপি হিংসার পরিবেশ সৃষ্টি করছে, কিন্তু তিনি তো মাত্র ৪২ টি আসনে লড়ছেন, আর আমাদের লড়াই সারা দেশে। আর তো কোথাও কোনো ঝামেলা নেই। তার মানে তৃণমূলই দেশের গণতন্ত্র নষ্ট করেছে, তারাই হিংসাত্মক পরিবেশের সৃষ্টি করে চেলেছে।''  

 এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে অমিত জানিয়েছে যে, সেখানে সিআরপিএফ না থাকলে, ঘটনাস্থ থেকে তার বেরানো মুশকিল হয়ে যেত। সেই সাথে তিনি জানিয়েছেন  যে, আমাদের পোস্টের ও ব্যানার ছিঁড়ে দিয়ে আমাদের কর্মীদের ওসকানো হয়েছে। এই মিছিলে দুই থেকে আড়াই লক্ষ লোকের ভিড় হয়েছিল। গন্ডগোলের সময় পাথর ও তেলের প্রয়োগ করা হয়। তিনি জানিয়েছন, ''আমরা তো কলেজের বাইরে ছিলাম, আর মূর্তি ভাঙা হয় কলেজেও ভেতরে। টিএমসি-র লোকেরাই মূর্তি ভেঙে আমাদের ওপর অপবাদ দিচ্ছে। অনেক ফুটেজেই দেখা যাচ্ছে, গেট পর্যন্ত ভাঙা হয়নি।''

Video:কলকাতা: অমিত শাহের মিছিলে TMC চিত্র পরিষদের সাথে  BJP কর্মীদের সংঘাত 

.