আগরতলার একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে অমিত শাহ এই কথা বলেন
আগরতলা: শনিবার বিজেপি সভাপতি অমিত শাহ জানালেন সামনের লোকসভা নির্বাচনে তাঁদের দল পশ্চিমবঙ্গে ২৩'টির বেশি আসনে জয়লাভ করবে। আগরতলার একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে অমিত শাহ বলেন, "পশ্চিমবঙ্গে বিজেপি লোকসভা নির্বাচনে ২৩'টির বেশি আসনে জয়লাভ করবে। এই রাজ্যে একটি পরিবর্তন আসতে চলেছে। কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের জোট নিয়ে মানুষ ইতিমধ্যেই যথেষ্ট আশাহত"৷ পশ্চিমবঙ্গে বিজেপিকে রথযাত্রা করার অনুমতি না দেওয়া নিয়ে ক্ষুব্ধ অমিত শাহ তৃণমূলের বিরুদ্ধে এমন তোপ দাগলেন বলে মনে করছে রাজনৈতিকমহল। প্রসঙ্গত, বিজেপির 'রথযাত্রা'কে 'দাঙ্গাযাত্রা' বলে অভিহিত করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাজপুরের ব্রিজের জন্য কেন্দ্র তিন বছর আগে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও মোট অর্থের ২৬ শতাংশ কিছুতেই দিচ্ছে না বলেও মমতা কয়েকদিন আগে একহাত নিয়েছিলেন নরেন্দ্র মোদীর সরকারকে।