অমিত শাহর মতে, ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ তুলে নেওয়া দরকার ছিল, কেননা এটি দেশের জন্য লাভজনক নয়।
চেন্নাই: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) রবিবার জানিয়ে দিলেন সংবিধানের ৩৭০ ধারা (Article 370) বাতিল করে জম্মু ও কাশ্মীরের (J&K) ‘স্পেশাল স্ট্যাটাস' তুলে নেওয়ার সিদ্ধান্তই ওই অঞ্চলকে সন্ত্রাসের সমাপ্তি ও উন্নতির লক্ষ্যে পৌঁছে দেবে। চেন্নাইতে উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুপ উপরে লেখা একটি বইয়ের উদ্বোধন করতে এসে একথা জানান অমিত শাহ। তিনি বলেন, তিনি বিশ্বাস করেন ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস' তুলে নেওয়া দরকার ছিল, কেননা এটি দেশের জন্য লাভজনক নয়।
অশান্তি বাড়ছে কাশ্মীরে! রাহুলের দাবি উড়িয়ে পুলিশ জানাল পরিস্থিতি শান্তিপূর্ণ
তিনি বলেন, ‘‘আমি নিশ্চিত ৩৭০ ধারা তুলে নেওয়াই উচিত ছিল... ৩৭০ ধারা বাতিলের পরে কাশ্মীরে সন্ত্রাসবাদ শেষ হবে এবং এর ফলে উন্নয়নের পথ তৈরি হবে।''
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)