This Article is From Dec 03, 2019

২০২৪ সালের মধ্যেই গোটা দেশে এনআরসি, স্পষ্ট জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

National Register of Citizens or NRC: ২০২৪-এর নির্বাচনের আগেই সারাদেশে চালু হবে এনআরসি এবং সমস্ত অনুপ্রবেশকারীকে বিতাড়িত করা হবে", বললেন অমিত শাহ

২০২৪ সালের মধ্যেই গোটা দেশে এনআরসি, স্পষ্ট জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Jharkhand Assembly Election 2019: ২০২৪ সালের মধ্যে গোটা দেশে কার্যকর করা হবে এনআরসি, ঝাড়খণ্ডে বললেন অমিত শাহ

বাহারাগোড়া, ঝাড়খণ্ড:

আগামী লোকসভা নির্বাচনের আগেই দেশ থেকে প্রতিটি অনুপ্রবেশকারীকে বহিষ্কার করা হবে, রীতিমতো হুঙ্কার ছাড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি প্রধান গোটা দেশে বিতর্কিত জাতীয় নাগরিক নিবন্ধীকরণ বা এনআরসি (National Register of Citizens NRC) বাস্তবায়নের জন্য ২০২৪ সালকেই সময়সীমা হিসাবে নির্ধারণ করলেন। ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের প্রচারে (Jharkhand Assembly Election 2019) গিয়েই ওই ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। ইতিমধ্যেই কেন্দ্রের এই এনআরসি প্রয়োগ নিয়ে অন্যান্য নানা রাজ্য সহ এ রাজ্যেও বিভিন্ন মানুষের মনে আশঙ্কার মেঘ ঘনিয়ে এসেছে। অনেকেই মনে করছেন এনআরসি নিয়ে আশঙ্কার প্রভাবই পড়েছে সদ্য প্রকাশিত উপ-নির্বাচনের ফলাফলে। যেখানে বিজেপিকে রীতিমতো উড়িয়ে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস।

কিন্তু এনআরসি প্রভাব নিয়ে এ রাজ্যের গেরুয়া নেতারা দ্বিধায় থাকলেও আরও একবার স্পষ্ট করে বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিলেন গোটা দেশেই প্রয়োগ করা হবে এনআরসি। ঝাড়খণ্ডের এক জনসভায় ভাষণ দেওয়ার সময় ওই কথা বলেন তিনি। "আজ, আমি আপনাদের বলতে চাই যে ২০২৪ সালের নির্বাচনের আগেই এনআরসি সারাদেশে প্রয়োগ করা হবে এবং প্রত্যেকে অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে এই দেশ থেকে বহিষ্কার করা হবে", হুঙ্কার ছাড়েন অমিত শাহ।

“আপনার ভাইপো”, অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে রাহুল গান্ধিকে আক্রমণ অমিত শাহের

"রাহুল বাবা (কংগ্রেস নেতা রাহুল গান্ধি) বলেছেন অনুপ্রবেশকারীদের বহিষ্কার করবেন না। কেননা তাঁরা কোথায় যাবেন, কী খাবেন? তবে আমি আপনাদের আশ্বাস দিচ্ছি যে ২০২৪ সালে দেশের জাতীয় নির্বাচনের আগেই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের বিতাড়িত করা হবে", চক্রধরপুর এবং ঝাড়খণ্ডের বাহরাগোড়ার জনসভায় বলেন তিনি ।

অমিত শাহ বলেন, সন্ত্রাসবাদকে উৎখাত করা, মাওবাদ নির্মূল করা এবং অযোধ্যাতে একটি মহা রাম মন্দির নির্মাণ করার মতো জাতীয় ইস্যু দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে গুরুত্বপূর্ণ।

অযোধ্যা জমি বিবাদ মামলার কথা বলতে গিয়ে বিজেপি সভাপতি অভিযোগ করেন যে কংগ্রেস সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ব্যর্থ করার অনেক চেষ্টা করেছিল।

রাজ্যে এনআরসি জুজু কাটাতে CAB নিয়ে সচেতনতা বাড়াবে বিজেপি

"কংগ্রেস নেতারা সুপ্রিম কোর্টে বলেন যে এই মামলার শুনানি করার দরকার নেই। অথচ আমরা আপনাদের (জনগণের) সমর্থন নিয়ে এই মামলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই, ফলস্বরূপ আদালত রায় দিয়েছে যে অযোধ্যায় রাম মন্দিরই নির্মাণ করা হবে", এই কথাও বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

পাশাপাশি ঝাড়খণ্ডের জনসভা থেকে বিজেপির প্রতিদ্বন্দ্বী জেএমএম-কংগ্রেস-আরজেডি জোটকেও তীব্র আক্রমণ করেন বিজেপি সভাপতি অমিত শাহ।

মাত্র পাঁচ বছরের মধ্যে, নরেন্দ্র মোদি সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী রঘুবর দাস মাওবাদকে দমন করেছেন এবং এর ফলেই ঝাড়খণ্ডের উন্নয়নের পথ সুগম হয়েছে, বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সংসদ চত্বরে দাঁড়িয়ে কী দাবি করলেন এই তৃণমূল সাংসদ, দেখে নিন ভিডিও:

.