This Article is From Nov 20, 2018

ভগবান আয়াপ্পার ভক্তরা গুলালের বন্দি নন, রাশিয়ার উদাহারণ টেনে কেরালা সরকারকে আক্রমণ অমিতের

শবরীমালা প্রসঙ্গে কেরালা সরকারের তীব্র আক্রমন করলেন বিজেপি সভাপতি। সোভিয়েত ইউনিয়নের প্রসঙ্গও  টানলেন তিনি।

ভগবান আয়াপ্পার ভক্তরা গুলালের বন্দি নন, রাশিয়ার উদাহারণ টেনে কেরালা সরকারকে আক্রমণ অমিতের

 সেখানে তাঁর অভিযোগ আয়াপ্পা ভগবানের ভক্তদের আবর্জনার পাশেও রাত কাটাতে হচ্ছে।

হাইলাইটস

  • শবরীমালা প্রসঙ্গে কেরালা সরকারের তীব্র আক্রমন করলেন বিজেপি সভাপতি
  • সোভিয়েত ইউনিয়নের প্রসঙ্গও টানলেন তিনি
  • কেরালার মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন তিনি
নিউ দিল্লি:

শবরীমালা প্রসঙ্গে কেরালা সরকারের তীব্র আক্রমন করলেন বিজেপি সভাপতি। সোভিয়েত ইউনিয়নের প্রসঙ্গও  টানলেন তিনি।  সোভিয়েতে একসঙ্গে অসংখ্য বন্দিকে গুলাল নামে একটি জায়গায় রাখা হত। সে কথাই তুলে  আনলেন অমিত।  তাঁর মতে শবররীমালা মন্দিরের পরিস্থিতি কেরালা  সরকার যে ভাবে করছে তা  দুর্ভাগ্যজনক।  ভগবান আয়াপ্পার ভক্তদের সঙ্গে গুলালের বন্দিদের মতো আচরণ করা হচ্ছে। আজ সকালে একাধিক টুইট করেন অমিত শাহ।

শবরীমালা নিয়ে কেরালার মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠক বয়কট করল কংগ্রেস ও বিজেপি

 সেখানে তাঁর অভিযোগ আয়াপ্পা ভগবানের ভক্তদের আবর্জনার পাশেও রাত কাটাতে হচ্ছে। এর পাশাপাশি কেরালার মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ  করেন তিনি। বুঝিয়ে দেন তাঁর  দল আয়াপ্পা ভগবানের ভক্তদের পাশে আছে।

তীর্থযাত্রীদের জন্য খুলে গেল শবরীমালা, বনধ কেরালায়ঃ ১০'টি তথ্য

                                                                                                                                                                     তাঁর  কথায় অনেক  রিপোর্ট থেকে দেখা যাচ্ছে  আয়াপ্পা ভগবানের ভক্তদের আবর্জনার  পাশে রাত কাটাতে হচ্ছে। এগুলো সত্যি হলে  পিনারাই বিজয়নের বোঝা  উচিত তাঁর  সরকার আয়াপ্পা  ভগবানের ভক্তদের বিশ্বাসকে  অবদমিত করে রাখা  যায় না।

শবরীমালাকে কেন্দ্র করে উত্তেজনা- সংঘাত, মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে গ্রেফতার বিক্ষোভকারীরা

    

 

কয়েকদিন আগে শবরীমালা মন্দির প্রসঙ্গে ফের তুন করে উত্তেজনা  ছড়ায়। আয়াপ্পা  ভগবানের মন্দির শবরীমালা যাওয়ার পথে বিজেপি নেতাকে বাধা দেয় পুলিশ। পরে  গ্রেফতার হন ওই নেতা। এরই প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু  করেন বিজেপি কর্মীরা। বেস ক্যাম্প থেকে পাহাড়ে ওঠার চেষ্টা  করছিলেন রাজ্য সম্পাদক। তখনই তাঁকে  গ্রেফতার করা হয়। এই প্রতিবাদকেই কার্যত সমর্থন করলেন অমিত।               

 

.