Read in English
This Article is From Jan 16, 2020

‘‘গুজবের সমাপ্তি ঘটাতে চাই’’: বিহার নির্বাচনের প্রচারে এসে Amit Shah

অমিত শাহ দাবি করেন, নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডের সঙ্গে তাঁদের দলের জোট ‘অভঙ্গুর’। এবং কখনওই এই জোট ভাঙবে না।

Advertisement
অল ইন্ডিয়া Reported by , Edited by

বিহারে নির্বাচনী প্রচারে এলেন অমিত শাহ। (ফাইল)

পাটনা:

এবছরই বিহারে (Bihar) বিধানসভা নির্বাচন। তার আগে নির্বাচনের প্রচারে আসা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) জানিয়ে দিলেন, তিনি সব গুজবের সমাপ্তি ঘটিয়ে জানিয়ে দিতে চান, এনডিএ নীতীশ কুমারের নেতৃত্বে নির্বাচনে লড়বে। তিনি এও দাবি করেন, নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডের সঙ্গে তাঁদের দলের জোট ‘অভঙ্গুর'। এবং কখনওই এই জোট ভাঙবে না। অমিত শাহ বলেন, ‘‘আমি সব গুজবের সমাপ্তি ঘটাতে খোলাখুলি এখানে জানিয়ে দিতে চাই— বিহারের আগামী বিধানসভা নির্বাচনে আমরা নীতীশ কুমারের নেতৃত্বে লড়াই করব।''  

এই প্রথম এমন কথা বললেন না অমিত শাহ। কিন্তু এনডিএ নিয়ে বিহারে তৈরি হওয়া সংশয়ের সময় সকলকে কড়া সঙ্কেত দিতে একথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিতর্কিত মন্তব্যের মাঝেই ফের বিজেপির রাজ্য সভাপতি হলেন দিলীপ ঘোষ

Advertisement

গত বছর বিহারের বন্যায় ২০০ জনের মৃত্যু হয়। গোটা রাজ্যে বন্যার ভয়ানক প্রভাব পড়ে। এই নিয়ে তর্ক শুরু হয় দুই দলের। বিহার সরকার ত্রাণের জন্য ৪,০০০ কোটি টাকা চাইলে তাদের দেওয়া হয় ৪০০ কোটি টাকা।

সম্প্রতি সিএএ ও এনআরসি নিয়ে নীতীশ কুমারের অবস্থানে অস্বস্তিতে পড়তে হয় গেরুয়া শিবিরকে।

Advertisement

NPR-এর জন্যে কোনও নাগরিকেরই বায়োমেট্রিক এবং নথি চাওয়া হবে না, জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

নীতীশ কুমার জানিয়ে দিয়েছেন, বিহারে এনআরসি কার্যকর করার কোনও প্রশ্নই নেই। এরপর থেকে কেবল অ-বিজেপি রাজ্যগুলিই এনআরসিকে নাকচ করেছে।

Advertisement

এদিন অমিত শাহ জানান, তিনি পরিষ্কার করে দিতে চান এনপিআর করা হচ্ছে সেন্সাস বা জনগণনার জন্য। প্রসঙ্গত, অনেকেরই দাবি এনপিআর হল এনআরসির প্রথম ধাপ।

অমিত শাহ বলেন, ‘‘এই কারণেই বিজেপি সারা দেশে এই নিয়ে মিছিল করতে চায়।''

Advertisement

লালুপ্রসাদ যাদবকে আক্রমণ করে অমিত শাহ বলেন, লালু জেলে বসেও মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন।

Advertisement