অমিতকে পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
গোন্ডা (উত্তর প্রদেশ): উত্তর প্রদেশের একটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে এডমিট কার্ডে ভুল ছবি দেওয়ার অভিযোগ উঠেছে। দেখা যাচ্ছে এডমিট কার্ডে ছাত্রের নাম ঠিক থাকলেও তার ছবির বদলে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের ছবি দিয়ে দেওয়া হয়েছে। বি এড -এর এক ছাত্রের সাথে এমন ঘটনা ঘটেছে।
উত্তর প্রদেশের ফয়জাবাদ-এ অবস্থিত ড. রাম মনোহর লোহিয়া অবধ বিশ্ববিদ্যালয়-এর ছাত্র অমিত দ্বিবেদীর সাথে এমন ঘটনা ঘটেছে।
এই ভুল সম্পর্কে জানাতে গিয়ে এই ছাত্র সংবাদ মাধ্যম এ এন আই -এর কাছে জানিয়েছেন, '' দ্বিতীয় বর্ষের পরীক্ষার জন্য আমি যখন এডমিট কার্ড ফিল-আপ করেছিলাম তখন তাতে কোনো রকম ভুল ছিল না, ঠিক ফটোই দেওয়া হয়েছিল, কিন্তু যখন আমার হাতে এডমিট কার্ড আসে তখন দেখি, সেখানে আমার ছবির বদলে অমিতাভ বচ্চনের ছবি লাগানো। আমার কাছে এখন সবচেয়ে বড়ো চিন্তার কারণ হল, আমার রেজাল্টে আমরা ছবির বদলে অমিতাভ বচ্চনের ছবি এসে যাবে না তো!''
অমিত নিজের রেজাল্ট নিয়ে চিন্তিত
কলেজ কর্তৃপক্ষ এই ঘটনার দায় স্বীকার করে নি, তাদের মতে ছাত্ররা ক্যাফে থেকে ফর্ম ফিলাপ করে, হয়তো সেখানেই কোনো ভুল হয়ে থাকবে।
অমিতের কলেজের বরিষ্ঠ আধিকারী গুরপেন্দ্রা মিশ্রা জানিয়েছেন যে, ''অমিত আমাদের কলেজের একজন নিয়মিত ছাত্র, সেই হিসাবেই সে ফর্ম ভরেছিল। হয়তো যে ক্যাফে থেকে সে ফর্ম ফিলাপ করেছিল, সেখানেই কোনো ভুল হয়ে থাকবে। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না।''
তিনি আরও জানিয়েছেন, ''যে কেন্দ্র পরীক্ষা গ্রহণ করা হবে, আমার সেখানে সম্পূর্ণ বিষয়টি জানিয়েছি, তাই অমিতের পরীক্ষায় বসা নিয়ে কোনো রকম সমস্যা হবে না। কিন্তু রেজাল্ট-এ যাতে কোনো রকম সমস্যা না থাকে সেটা দেখাই সবচেয়ে বড়ো কথা। ''
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)