বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন প্রায়ই টুইট করে খবরে থাকেন
নয়াদিল্লি: বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন প্রায়ই টুইট করেন, তার জন্য বহুবার শিরোনামেও এসেছেন তিনি । এবার আবার একটি টুইট করেছেন বলিউডের শাহেনশা, আর দেশের এমন উত্তাল অবস্থায় তা স্থান করে নিয়েছে সর্বাগ্রে। অমিতাভ বচ্চন টুইট করে নিজের স্বর্গীয় বাবা তথা হিন্দি সাহিত্যের বিখ্যাত লেখক এবং কবি হরিবংশ রাই বচ্চনকে নিয়ে লিখেছেন। টুইট করে তার বাবা যে সম্মান পেতে চলেছেন তার উল্লেখ করেছেন অমিতাভ। যদিও এই টুইট থেকে জানা যায়নি যে কোথায় এবং কী কারণে এই সম্মান পাচ্ছেন তার বাবা। অমিতাভের এই টুইটের পর ভক্তরা প্রতিক্রিয়াও দিচ্ছেন তাতে।
বিশ্বসুন্দরী জামাইকার টনি, সেকেন্ড রানার্স আপ সুমন
অমিতাভ বচ্চন লিখেছেন, যে সম্মান, ভালোবাসা তিনি পাচ্ছেন তার যোগ্য তিনি নন। "সশ্রদ্ধ, বিনম্র ,কৃতজ্ঞ আমি বিদেশের এই দেশটির ওপর। আমার পূজনীয় বাবাকে যারা সম্মানিত করতে চলেছেন। একজন ছেলের কাছে এর থেকে সৌভাগ্যের জিনিস আর কিছু নেই"। এভাবেই নিজের ভক্তদের স্বর্গীয় বাবার সম্মান প্রাপ্তির কথা জানিয়েছেন তিনি। অমিতাভের এই টুইট এখন খবরে রয়েছে।
প্রয়াত 'পরিচয়' অভিনেত্রী গীতা সিদ্ধার্থ কাক
আপনাদের জানিয়ে দিই অমিতাভ বচ্চন খুব শীঘ্রই চার-চারটি ছবির মাধ্যমে আবার দর্শকদের মন জয় করতে আসছেন। যার মধ্যে রয়েছে চেহেরে, ব্রম্ভাস্ত্র এবং গুলাবো সিতাবো। চেহেরেতে অমিতাভ বচ্চনের সঙ্গে রয়েছেন ইমরান হাশমি। ব্রম্ভাস্ত্রতে আলিয়া ভট্ট এবং রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করেছেন তিনি। আবার গুলাবো সিতাবোতে বলিউডের অন্যতম প্রতিভাশালী অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে অভিনয় করেছেন। এছাড়া বিগবি "কৌন বনেগা ক্রোড়পতি" ১১ তম সিজিনের সঞ্চালনা করলেন কয়েক দিন আগেই। অবশ্য অনুষ্ঠানটি শেষ হয়ে গিয়েছে।
...और भी हैं बॉलीवुड से जुड़ी ढेरों ख़बरें...