অমিতাভ বলেন তিনি আগেও মহারাষ্ট্রের সাড়ে তিনশো চাষির ঋণের টাকা দিয়ে দিয়েছেন
হাইলাইটস
- অমিতাভ একটি ব্লগ পোস্টে বিষযটি জানান
- বচ্চন প্রায় সাড়ে পাঁচ কোটির ঋণের টাকা দিচ্ছেন
- আগেও তিনি মহারাষ্ট্রের সাড়ে তিনশো চাষিকে সাহায্য় করেছেন
মুম্বই: মেগাস্টার অমিতাভ বচ্চন জানিয়েছেন উত্তরপ্রদেশের সাড়ে আটশো চাষির ঋণ তিনি শোধ করবেন। ৭৬ বছর বয়সী ওই অভিনেতা জানান, এর আগেও তিনি মহারাষ্ট্রের সাড়ে তিনশো চাষির ঋণ শোধ করেছেন।তিনি বলেন, ‘‘এই অভিজ্ঞতা খুবই সুখকর। দেশের জনতা যারা আমাদের জন্যে সর্বস্ব দিয়ে করেন, তাদের জন্য কিছু করতে পেরে খুবই তৃপ্তি পাচ্ছি। চুয়াল্লিশটি পরিবারের একশো বারো জন আমার আগের পদক্ষেপে উপকৃত হয়েছিলেন। তারা সকলেই মহারাষ্ট্রের শহীদ সন্তান। দেশের অন্য অংশের মানুষের জন্যও অনেক কিছু করা বাকি। এটা করতেই হবে।''
নিজের ব্লগ পোস্টে অমিতাভ বচ্চন লেখেন, সাড়ে তিনশো চাষি যারা লোন শোধ করার অবস্থায় ছিলেন না, প্রায় আত্মহননের জায়গায় পৌঁছে গিয়েছিলেন, কিছুদিন আগেই এই অর্থে নিজেদের ঋণ মকুব করতে পেরেছেন। এক আগে অন্ধ্র ও বিদর্ভেও এমন হয়েছে। এখন উত্তরপ্রদেশের সাড়ে আটশো চাষিকে চিহ্নিত করে তাদের সাড়ে পাঁচ কোটির ঋণের টাকার ব্যবস্থা করা হল। ব্যাঙ্কও এ বিষয়ে সাহায়্য করছে।''
অভিনেতা বলেন তিনি, কেবিসি-র কর্মবীরে আসা অজিত সিংহকেও সাহায্য করবেন। ‘‘কেবিসি কর্মবীর অজিত সিংহ যিনি জবরদস্তি করে মেয়েদের বেশ্যাবৃত্তিতে নামানোর বিরুদ্ধে কাজ করেন। এবং কিডন্যাপ করে জোর করে অপরাধের কাজে লাগানো মেয়েদের পুনরুদ্ধার ও সুস্থ জীবনে ফিরিয়ে আনার কাজ করেন, তাঁকেও অর্থ সাহায্য করা হবে।''