This Article is From May 29, 2020

"কলকাতা আমাকে ভালোবাসা দিয়েছে!" আমফান বিধ্বস্ত বাংলাকে সাজাতে বার্তা শাহরুখের

টুইটের উপসংহারে শারুখের বক্তব্য, "সব শেষে আমি বলতে চাই কলকাতা নাইট রাইডার্স আমফান বিপর্যস্তদের পাশে দাঁড়াবে। সব প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগী হবে।"

Advertisement
সিটিস Written by

আমফান বিপর্যস্ত বাংলাকে সাজিয়ে তুলতে একাধিক প্রকল্প হাতে নিলেন শাহরুখ খান! (ফাইল ছবি)

কলকাতা :

আমফান বিপর্যস্ত বাংলাকে সাজিয়ে তুলতে একাধিক প্রকল্প হাতে নিলেন শাহরুখ খান (Sharukh Khan)। তাঁর সংস্থা কলকাতা নাইট রাইডার্স এবং মীর ফাউন্ডেশন যৌথভাবে এই কাজগুলো করবে। শুক্রবার বিবৃতি দিয়ে জানালেন কিং খান। এদিন টুইটারে শাহরুখ খান জানিয়েছেন, বাংলায় আমফানে (Amphan relief work) বিপর্যস্ত পরিবারগুলোর পাশে থাকবে তাঁর সংস্থা (KKR)। পাশাপাশি বৃক্ষরোপণে উদ্যোগ নেওয়া হবে। টুইটারে (SRK tweeted) তিনি উল্লেখ করেন, "মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেওয়া হবে। কেকেআর সহায়তা বাহন রেশন ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রি আর্তদের হাতে তুলে দেবে। ঝড়ে ভগ্ন বাড়ি পুনর্নির্মাণে সাহায্য করা হবে। অ্যাসিড আক্রান্তদের জীবন আরও উৎকৃষ্ট করতে উদ্যোগী হবে মীর ফাউন্ডেশন। কেকেআর প্ল্যান্ট এ-৬ প্রকল্পের আওতায় রাজ্যজুড়ে ৫ হাজার চারা গাছ রোপণ করা হবে।" 

১ জুন থেকে খুলছে মন্দির-মসজিদ-গির্জা, ৮ জুন থেকে খুলছে সমস্ত অফিস: মুখ্যমন্ত্রী

আমফান বিপর্যয়ে ধ্বস্ত বাংলার পাশে দাঁড়াতে শারুখ খান আরও লিখেছেন, "কলকাতা আমার কাছে শুধু একটা শহর নয়। আরও বড় কিছু। এই শহরে আমি বন্ধু পেয়েছি, ভালোবাসা পেয়েছি। আনন্দ পেয়েছি। সব থেকে বড় কথা একসঙ্গে কাজ করার অনুপ্রেরণা পেয়েছি।" তিনি আরও জুড়েছেন, "এই সঙ্কটের সময়ে আমার অভিজ্ঞতা ও শিক্ষা শিখিয়েছে, একতা অনেক বিপর্যয় কাটিয়ে উঠতে সাহায্য করে। সাহস ও ঐক্যর মধ্যে অনেক শক্তি। তাই আমরা একসঙ্গে কাজ করব এবং জিতবই।" 

২০১৯-২০ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে জিডিপি ৪.২%! ১১ বছরে সর্বনিম্ন বৃদ্ধি, দেখুন ১০ পয়েন্টে

টুইটের উপসংহারে শারুখের বক্তব্য, "সব শেষে আমি বলতে চাই কলকাতা নাইট রাইডার্স আমফান বিপর্যস্তদের পাশে দাঁড়াবে। সব প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগী হবে।" এদিকে, গত ২০ মে'র ঘূর্ণিঝড় আমফানের দাপটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলা। এই রাজ্যে মৃত প্রায় শতাধিক। বিপর্যয়ের দিন থেকে এক সপ্তাহ বিদ্যুৎ ও টেলিযোগাযোগ চারা ছিলেন রাজ্যবাসী। ক্ষতিগ্রস্ত লক্ষাধিক পরিবার। উপড়ে গিয়েছে প্রায় ৫০০ গাছ।

Advertisement
Advertisement