This Article is From Oct 21, 2018

অমৃতসরের ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামে এফআইআর, খোঁজ নেই আয়োজকদের

অমৃতসরে দশেরার অনুষ্ঠানে 61 জনের মৃত্যুর একদিন পর সরকারি ভাবে এফআইআর নথিভুক্ত করল জিআরপি।

অমৃতসরের ঘটনায়  অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামে  এফআইআর, খোঁজ নেই আয়োজকদের

পলাতক বাবা এবং ছেলের বাড়িতে জনরোষ আছড়ে  পড়েছে।

হাইলাইটস

  • একদিন পর সরকারি ভাবে এফআইআর নথিভুক্ত করল জিআরপি
  • তাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে
  • স্থানীয় কাউন্সিলর বিজয় মদন এবং তাঁর ছেলে মিঠুর খোঁজ মিলছে না

অমৃতসরে দশেরার অনুষ্ঠানে 61 জনের মৃত্যুর একদিন পর সরকারি ভাবে এফআইআর নথিভুক্ত করল জিআরপি। তাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে  মামলা  দায়ের হয়েছে। অন্যদিকে ওই অনুষ্ঠানের আয়োজকদের কেউ কেউ ইতিমধ্যে গা  ঢাকা দিয়েছে। স্থানীয় কাউন্সিলর বিজয় মদন এবং তাঁর ছেলে মিঠুর খোঁজ মিলছে না। এরই মধ্যে পলাতক বাবা এবং ছেলের বাড়িতে জনরোষ আছড়ে  পড়েছে। ঘটনার ঠিক পরদিন মানে শনিবার উত্তেজিত জনতা তাঁদের বাড়ি লক্ষ্য ইট ছোড়ে বলে অভিযোগ। জানা গিয়েছে জিআরপির এফআইআরে 304 (অনিচ্ছাকৃত খুন  ), 304A ( অবহেলা জনিত কারণে  মৃত্যু) and 338 (নিরাপত্তায় গাফলতির  কারণে মৃত্যু )-র মতো ধারা  দেওয়া  হয়েছে। স্টেশন অফিসার  বলভীর  সিং বলেছেন তদন্ত শুরু হয়েছে। কার দোষে কী হয়েছে সেটা  বলার  সময়  এখনও আসেনি।

এদিকে ট্রেন চালকের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা  হয়নি। পাশাপাশি  বিভাগীয়  তদন্তের  সম্ভবনা  খারিজ করে  দেওয়া হয়েছে। কারণ রেল কর্তারা মনে করেছেন নিয়ম ভেঙেই ট্রাকের উপর চলে এসেছিলেন সকলে। প্রকাশ্যে এসেছে আরও  কিছু তথ্য। জানা গিয়েছে অনুষ্ঠানের আয়োজকরা  পুরসভার থেকে কোনও অনুমতি নেননি। অন্যদিকে, অনুষ্ঠানের প্রধান অতিথি তথা সিধু পত্নী নভজ্যোত কৌর মনে করেছেন ঘটনায় দায় রেলের। অত মানুষ উপস্থিত আছেন জানা সত্ত্বেও ট্রেনের গতি কেন কমানো হল না সে প্রশ্নও তুলেছেন নভজ্যোত।                                                                             

 

.